মেদিনীপুরে ‘এক আকাশ’ এর আত্মপ্রকাশ

0
39

নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ

kash release in midnapore | newsfront.co
এক আকাশ স্বেচ্ছাসেবী সংস্থার আত্মপ্রকাশ অনুষ্ঠান।নিজস্ব চিত্র

মেদিনীপুর শহরে গড়ে উঠলো নতুন স্বেচ্ছাসেবী সংগঠন।পিছিয়ে পড়া অংশের মানুষ,বিশেষ করে দুঃস্থ শিশুদের জন্য কাজ করার লক্ষ্য নিয়ে লেখিকা ও সমাজকর্মী রোশেনারা খান এবং সমাজকর্মী চন্দ্রিমা সামন্তর উদ্যোগে যাত্রা শুরু করল নতুন সমাজসেবী সংগঠন “এক আকাশ।”

রবিবার বিকেলে মেদিনীপুর শহরের উপকণ্ঠে পাথরঘাটার আদর্শ শিশু বিকাশ কেন্দ্রের সভাকক্ষে আয়োজিত এক ঘরোয়া অনুষ্ঠানে এই সংস্থার সূচনা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট চিকিৎসক ফজলুর রহমান খাঁন (এফ আর খাঁন),মানবাধিকার কর্মী দীপক বসু ,কবি অভিনন্দন মুখোপাধ্যায়,সমাজসেবী রতন কুমার গিরি,শিশু বিকাশ কেন্দ্রের সভাপতি মোবারক আলী, শিশু বিকাশ কেন্দ্রের প্রধান শিক্ষক সেক ফায়সাল হোসেন, সংস্কৃতিপ্রেমী জয়ন্ত মন্ডল শিক্ষক সৌনক সাহু প্রমূখ।

kash release in midnapore | newsfront.co
নিজস্ব চিত্র

অনুষ্ঠান সঞ্চালনা করেন শিক্ষক সুদীপ কুমার খাঁড়া।অনুষ্ঠানের অঙ্গ হিসাবে শিশু বিকাশ কেন্দ্রে দুটি চারাগাছ রোপণ করা হয় এবং বিকাশ কেন্দ্রের শিশুদের হাতে শিক্ষা সামগ্রী তুলে দেওয়া হয়।

আরও পড়ুনঃ শিল্পী অরুণাভ দত্তের “মাই ফার্স্ট লাভ”-এর আত্মপ্রকাশ

সংস্থার ও উদ্দেশ্য বলতে গিয়ে রোশেনারা খাঁন ও চন্দ্রিমা সামন্ত জানান পিছিয়ে থাকা সমাজের ও দুঃস্থ মানুষের বিশেষ করে শিশুদের স্বার্থে আরোও বেশি করে কাজ করার লক্ষ্যে তাঁরা এই সংস্থা গড়ে তুলেছেন।তাঁরা আরো জানান,সমাজে পুত্র কন্যার পার্থক্য মুছে ফেলার উদ্দেশ্যে ‘অর্ধেক আকাশ’ নয়,সংস্থার নাম দিয়েছেন “এক আকাশ”।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here