গম চাষে নিষেধাজ্ঞা,বিকল্পচাষ একান্তি

0
384

নিজামুদ্দিন সেখ,নিউজফ্রন্ট

শস্যশ্যমলা প্রকৃতির সাথে চাষির নিবিড় সম্পর্ক সেই সম্পর্কের ফাটল ধরে, যখন ফলনের পরিমাণে ভাটা পড়ে ,অথবা কোন ফসল চাষ না করতে পারার বেদনা।ঠিক তেমনি বর্তমানে মুর্শিদাবাদ আর নদিয়ায় অজানা প্রতিকারহীন রোগে আক্রান্ত গম চাষ,তাই নিষেধাজ্ঞার বেড়া জালে গামচাষ।
প্রচলিত চাষ বা ফসলের তালিকায় যারা বিরাজ করছে তা ক্রমশ অলাভজনক ফসল হিসাবে প্রতিপন্ন হতে চলেছে ফলে চাষির স্বপ্ন মাঠেই শুকিয়ে যেতে বসেছে।এই অবস্থায় বিকল্প চাষের কথা ভাবতে হয় চাষিকে,ভাবতে গিয়ে মাথায় আসে একান্তি চাষের কথা,বর্তমানে রেজিনগরের বেশ কিছু মৌজা যেমন রমনা,মরাদিঘি,সাহাদতপুরের মাঠে একান্তি চাষের ছবি ধরা পড়ছে।

রমনা মৌজার চাষি মসলিম সেখ বলেন “প্রায় বিঘে দুই মত একান্তি চাষ করেছি, এবার আগের বছর প্রায় ১ বিঘে চাষ করা হয়েছিল,বিঘে প্রতি প্রায় দেড়লাখ-দুলাখ টাকা হয়,খরচ বলতে লাগানোর সময় সামন্য সার,সেচ মাঝে মাঝে সামান্য হলেও যত্নসহকারে পরিচর্যা করতে হয়,এটি একটি হলুদ জাতীয় বীজ যা মাটির নিচে বেড়ে ওঠে ,গাছ সবুজ রঙ্গের কার্যত মাটির সাথেই আলিঙ্গনে আবদ্ধ থাকে,কানে কানে কথা বলে। বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে বিকল্পের পথে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here