উঠতি তারকার অস্বাভাবিক মৃত্যু! চলে গেলেন অস্ট্রেলিয়ার অলিম্পিয়ান

0
52

নিজস্ব সংবাদদাতা, স্পোর্টস ডেস্কঃ

মাত্র ২০ বছর বয়সে চলে গেলেন অস্ট্রেলিয়ার অলিম্পিক ফিগার স্কেটার একাতেরিনা। জানা যাচ্ছে অ্যাপার্টমেন্টের জানালা দিয়ে পড়ে মৃত্যু হয়েছে তাঁর। একটি সুইসাইড নোট লিখেছেন যাতে লেখা Lyublyu’ (I love)। সে কারণে এই মৃত্যুকে আত্মহত্যা বলা হচ্ছে। ২০১৮ শীতকালীন অলিম্পিকে হার্লি উইন্ডসরের সঙ্গে জুটি বেঁধে লড়াইয়ে নামেন একাতেরিনা। উইন্ডসর-একাতেরিনা জুটি তার আগের বছরেই ওয়ার্ল্ড জুনিয়র চ্যাম্পিয়ন হয়।

Ekaterina Makarova | newsfront.co
একাতেরিনা। ফাইল চিত্র

মূলত মানসিক কারনেই এই মৃত্যু বলে মনে করা হচ্ছে। এছাড়া মৃগীরোগে তিনি আক্রান্ত বলেও মনে করা হচ্ছে। তাঁর কোচ আন্দ্রেই খেকালো জানিয়েছেন, গত জানুয়ারিতে মৃগীরোগে আক্রান্ত হলে খেলা ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেন একাতেরিনা। খেকালো এও জানিয়েছেন যে, অবসাদে ভুগছিলেন তাঁর ছাত্রী।

আরও পড়ুনঃ সৌরভদের চাপে পদত্যাগ সাবার

একাতেরিনার মৃত্যুতে ভেঙে পড়েছেন তাঁর স্কেটিং পার্টনার উইন্ডসর। ইনস্টাগ্রামে শোক প্রকাশ করছেন অজি তারকা। অকালে চলে যাওয়ায় শোকস্তব্ধ অজি ক্রীড়ামহল। এই নিয়ে মাত্র ১০ দিনের ব্যধানে অস্ট্রেলিয়ার দু’জন উইন্টার স্পোর্টস স্টারের মৃত্য হল। সত্যিই পৃথিবীর মন ভালো নেই।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here