নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ
এমন একটা সময় ছিল যখন মানুষ পুজোর ক্যাসেটের অপেক্ষায় বসে থাকত। এরপরে এল সিডিতে পুজোর অ্যালবাম। আর এখন সেই জায়গা নিয়েছে ওটিটি প্ল্যাটফর্ম। ইউটিউবে আসছে পুজোর গান। আর চলতি বছরে তো ওটিটি ছাড়া উপায়ও নেই তেমন। মানুষ আসলে অভ্যস্ত হয়ে গেছে এহেন ব্যবস্থাপনার সঙ্গে।
বড়পর্দার জন্য তৈরি ছবিও মুক্তি পাচ্ছে ওটিটি প্ল্যাটফর্মে। তা হলে গান নয় কেন? আশা অডিও একের পর এক সিঙ্গলস নিয়ে আসছে তাদের ইউটিউব প্ল্যাটফর্মে। গ্রহণযোগ্যও হচ্ছে তা সকলের কাছে। বাড়ছে ভিউজ, লাইক এবং কমেন্ট সংখ্যা।
বাইশে শ্রাবণে একাধিক গান হাজির করেছে আশা অডিও। আর এবার পুজোয় জাতীয় পুরস্কারপ্রাপ্ত সঙ্গীত শিল্পী ইমন চক্রবর্তীর কণ্ঠে নিয়ে এল রবীন্দ্রসঙ্গীত ‘একি লাবণ্যে পূর্ণ প্রাণ’। শুধু কণ্ঠই নয়, গানের সঙ্গে অভিনয়ও করেছেন ইমন। তাঁর সাবলীল অভিনয় মন ভরাবে ইমন অনুরাগীদের।
এই প্রসঙ্গে আরও একটা কথা না বললেই নয়, ইউটিউবে গান রিলিজ মানেই সেখানে ভিডিওর একটা বড় ভূমিকা নিশ্চিত। আর সেই কাজে ইমন দক্ষতা দেখিয়েছেন। তাঁর অভিনয়শৈলী ধরা পড়েছে শুভদীপ বাগ, দয়াল এবং রোহিতের ক্যামেরায়।
আরও পড়ুনঃ লকডাউনে অসহায়দের পাশে দাঁড়াতে আশাকে আশ্রয় কিশোরীর
প্রসঙ্গত, ইমনকে এর আগে ‘ব্রহ্মা জানেন গোপন কম্মটি’ ছবিতে অতিথি শিল্পীর ভূমিকায় দেখা গিয়েছে। সুচন্দ্রা ভানিয়ার প্রযোজনায় শর্ট ফিল্মেও অভিনয় করেছেন ইমন। ইমন অভিনয়টা জানেন। তাঁর নৃত্যশৈলীও প্রশংসনীয়।
‘আশা অডিও’ এবং ‘ইমন চক্রবর্তী প্রোডাকশনস’-এর যৌথ উদ্যোগের ফসল ‘একি লাবণ্য’ সিঙ্গলস’টি। সঙ্গীতায়োজনে নীলাঞ্জন ঘোষ। কনসেপ্ট, ডিরেকশন, কোরিওগ্রাফি, কস্টিউমে নিলয় সেনগুপ্ত। গিটার বাজিয়েছেন জয় দাস, বাঁশিতে সরজিৎ ‘রাতুল’ গুহ, ভায়োলিনে সৌপ্তিক মজুমদার।
আরও পড়ুনঃ দাদাগিরির গ্র্যান্ড ফিনালে আসন্ন
এছাড়াও ‘একি লাবণ্যে’র নির্মাণে নানাভাবে যুক্ত রয়েছেন মনজয়ী ঘোষ, চন্দন রায়, রাহুল দে, তমাল দুয়ারি সহ আরও অনেকে। সম্পাদনায় হিরণ্ময় বিশ্বাস। মেক আপ-এ বীথি রায়।
‘আশা অডিও’র তরফে অপেক্ষা লাহিড়ী জানান- “গানের সঙ্গে ভিডিও নিয়ে কাজ করার পরিকল্পনা আমাদের অনেকদিন আগেই ছিল। লকডাউনের কারণে তা অনেকটা দেরি হল। ইমন এখানে শুধু গানই গাননি, অভিনয়ও করেছেন। ইমনের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা আমাদের দারুণ। আশা করি সকলের ভাল লাগবে ‘একি লাবণ্য’।” ‘একি লাবণ্যে’ দেখতে আর শুনতে হলে পাড়ি জমান ‘আশা অডিও’র ইউটিউব প্ল্যাটফর্মে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584