মহাত্মা গান্ধী স্মরণে সঙ্গীতজ্ঞদের শ্রদ্ধাজ্ঞলি

0
83

নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ

‘জিমা’ পুরস্কারে পুরষ্কৃত বিশিষ্ট তবলা বাদক তথা-সুরকার পণ্ডিত প্রদ্যুৎ মুখোপাধ্যায় নিয়ে আসছেন রবীন্দ্রসঙ্গীত “একলা চলো রে”। মহাত্মা গান্ধীর জন্মসার্ধশত পূর্ণ হতে চলেছে। সেই উপলক্ষে রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত এই গানটি যা গান্ধীজি’র ভীষণ প্রিয় ছিল, জাতীয় স্তরের বিশিষ্ট সংগীতশিল্পীরা এক হয়ে সেই গানের মাধ্যমেই শ্রদ্ধা জানালেন জাতির জনককে।

Ekla Chalo re | newsfront.co

আগামী ২ অক্টোবর গান্ধীজি’র জন্মদিনে পণ্ডিত প্রদ্যুৎ মুখোপাধ্যায়ের ‘রিদিম এক্সপ্রেস’- এর ইউটিউব চ্যানেল থেকে মুক্তি পাবে মিউজিক ভিডিওটি। গানটিতে শ্রদ্ধা জানিয়েছেন গ্র্যামি এবং পদ্মভূষণ পুরস্কারপ্রাপ্ত বিশ্বমোহন ভাট। তিনি ‘একলা চলো রে’-র সুরে সুর মিলিয়ে বাজিয়েছেন মোহনবীণা।

গান গেয়েছেন ভজন সম্রাট পদ্মশ্রী অনুপ জলোটা, পদ্মশ্রী সুরেশ ওয়াদেকর, শান, পণ্ডিত জয়তীর্থ মেভুনডি, বিশিষ্ট সংগীতশিল্পী ও অভিনেতা সাহেব চট্টোপাধ্যায়, লীনা বসু। যন্ত্রসংগীতে পণ্ডিত প্রভিন গডখিনডি (বাঁশি), পণ্ডিত লোকেশ আনন্দ (সানাই), কিশোর সোধা (ট্রাম্পেট ), সাগর (কিবোর্ড) এবং পণ্ডিত প্রদ্যুৎ মুখোপাধ্যায় স্বয়ং।

আরও পড়ুনঃ জীবনের জয়গানে চিরন্তন-শুভদীপ

এই গানের সংগীত আয়োজন করেছেন পন্ডিত প্রদ্যুৎ মুখোপাধ্যায়। পরিকল্পনায় সুদীপ্ত চন্দ এবং পণ্ডিত প্রদ্যুৎ মুখোপাধ্যায়।

এই উদ্যোগ নিয়ে পণ্ডিত মুখোপাধ্যায় বললেন- “এই গানটি ওঁর খুব প্রিয় গান। রবীন্দ্রনাথ ঠাকুরের এই গান মনকে দৃঢ় করে। জীবনে নানা বাধা বিপত্তিতে এগিয়ে যেতে উদ্বুদ্ধ করে। মহাত্মার জীবনদর্শনকে আদর্শ মেনেই গানে গানে তাঁকে আমাদের এই শ্রদ্ধাঞ্জলি।” গানটির মিউজিক ভিডিও করেছেন সৌরভ ব্যানার্জি।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here