একরাটের ডাক্তার হওয়ার স্বপ্ন সফল করা নিয়ে চিন্তায় পরিবার

0
35

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ

ডাক্তার হতে চায় উচ্চ মাধ্যমিকে ৯০ শতাংশ নম্বর পাওয়া একরাট। কিন্তু বাধ সেধেছে দারিদ্র‍্য। উচ্চশিক্ষার জন্য একরাটের পড়াশোনার খরচ কে জোগাবে, তা নিয়েই চিন্তায় তার পরিবারের সদস্যরা।

ekrat saha | newsfront.co
নিজস্ব চিত্র

অভাব-অনটনের সঙ্গে লড়াই করেও এবারে উচ্চ মাধ্যমিকে নজরকাড়া ফল করেছে একরাট সাহা। মেদিনীপুর সদর ব্লকের হাতিহলকা গ্রামের বাসিন্দা খলতপুর হাইমাদ্রাসার ছাত্র একরাট সাহা। এবার উচ্চ-মাধ্যমিকে ৯০ শতাংশের বেশি নম্বর পেয়ে উত্তীর্ণ হয়েছে সে।

বিজ্ঞান বিভাগের ছাত্র একরাটের মোট প্রাপ্ত নম্বর ৪৫৩। একরাটের বাবা গিয়াসুদ্দিন সাহা একজন দিনমজুর। মা সবনাউনিস বিবি গৃহবধু। যখন যা কাজ পান সেই কাজ করে সংসার চালান। মাটির দেওয়ালের উপর খড়ের ছাউনি। তার নীচেই মাথা গোঁজার এক চিলতে আশ্রয়ে পরিবার নিয়ে থাকেন গিয়াসউদ্দিন বাবুরা।একরাটরা তিন ভাই বোন।

আরও পড়ুনঃ অভাবের সংসারে উচ্চমাধ্যমিকে নজরকাড়া রেজাল্ট ফালাকাটার বুবুনের

এই আর্থিক প্রতিবন্ধকতার মধ্যেও নজরকাড়া রেজাল্ট করেছে একরাট। একরাটের স্বপ্ন, সে ডাক্তার হবে। তবে এখন গোটা পরিবারের চিন্তা উচ্চ-শিক্ষার খরচ নিয়ে। তাই ছেলের ফল ভালো হলেও চিন্তায় রয়েছে একরাটের পরিবার।

উল্লেখ্য, দুবছর আগে মাধ্যমিকে মাদ্রাসা বোর্ড থেকে মাধ্যমিক পরীক্ষা দিয়ে মাদ্রাসা বোর্ডে গোটা রাজ্যে ১৫ তম স্থান দখল করেছিল একরাট।

যদি কোন সহৃদয় ব্যক্তি সাহায্য করতে চান, তাহলে ৯৪৩৪২০৫০৭৩/ ৮৯৬৭০৩৩৮৮৯ নম্বরে যোগাযোগ করতে পারেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here