নিজস্ব সংবাদদাতা,মালদহঃ
পারিবারিক বিবাদের জেরে ছোট ভাইয়ের বাড়িতে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠল দাদার বিরুদ্ধে।অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হলো দুই শিশু সহ চার জনের।আহত আরো চার জন।
ঘটনাটি ঘটেছে,মানিকচক থানার মদনটোলা গ্রামে। পরিবার ও পুলিশ সূত্রে জানা গিয়েছে আগ্নিকান্ডের ঘটনায় মৃত্যু হয়েছে,দুই ভাই বিকাশ মন্ডল ও গোবিন্দ মন্ডলের।দুই শিশুকন্যা শুভশ্রী মন্ডল ও প্রিয়া মন্ডলের।আগ্নিদগ্ধ অবস্থায় গুরুতর জখম রাখী মন্ডল,ববিতা মন্ডল,অলোক ও বিশাল মন্ডল।স্থানীয় সূত্রে জানা গিয়েছে মানিকচক থানার মোদনটোলা গ্রামের বাসিন্দা গোবিন্দ মন্ডলরা চার ভাই।তাদের বাবা গেদু মন্ডল এনভিএফ কর্মী ছিলেন।কর্মরত অবস্থায় গত সাত বছর আগে মারা যান তিনি।সেই চাকরি তার ছোট ছেলে গোবিন্দ মন্ডল পান।বিষয়টি বাকী দুই ভাই মেনে নিলেও পেশায় সিভিক ভলেন্টিয়ার মাখন মন্ডল রাজী ছিল না।বাবার চাকুরির দাবি জানিয়ে মাঝে মধ্যেই বাড়িতে ভাইয়ের সঙ্গে বিবাদে জড়িয়ে পড়ত।তারি জেরে রবিবার গভীর রাতে ভাইয়ের বাড়িতে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেয় মাখন মন্ডল।গোবিন্দ মন্ডল ও বিকাশ মন্ডলের বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয় বলে অভিযোগ।ঘুমন্ত অবস্থায় আগুনে পুড়ে যায় দুই পরিবারের আট জন।তারা প্রাণে বাঁচতে চিৎকার শুরু করলে ছুটে আসে প্রতিবেশিরা।মাঝ রাতে হঠাৎ চিৎকার শুনে গ্রামবাসীরা এসে দেখে দুটি ঘরে দাউদাউ করে আগুন জ্বলছে।এলাকাবাসী গুরুতর আহত অবস্থায় দুই পরিবারের ৮ জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে মানিকচক থানার পুলিশ বাহিনী ও দমকলে একটি ইঞ্জিন।দমকল কর্মী ও স্থানীয় দের সহযোগীতায় আগুন নিয়ন্ত্রণে আসে।তবে ঘটনাস্থলেই মৃত্যু হয় এক শিশুর।ঘটনার পর থেকে ফেরার অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ার মাখন মন্ডল।যদিও তার স্ত্রী কাঞ্চন মন্ডলের দাবি রাতে তার স্বামী বাড়িতে ছিল না।ডিউটিতে গিয়েছিল।তাদের পরিবারেও কারো সাথে কোন বিবাদ ছিলনা।তবে ঘটনার পর থেকে কোন খোজ মিলছেনা মাখন মন্ডলের।খবর পেয়ে প্রথমে ঘটনাস্থলে ছুটে যান মালদা জেলা পরিষদের সভাধিপতি গৌর চন্দ্র মন্ডল।
আরও পড়ুনঃ পূর্ব বর্ধমানে তৃণমূলের বিক্ষোভ মিছিল ও পথসভা
এছাড়াও এদিন সকালে ঘটনার তদন্তে নামে মানিকচক থানার পুলিশ।ওই এলাকা থেকে উদ্ধার করে পেট্রোলের বোতল।এছাড়াও বেশ কিছু নমুনা সংগ্রহ করা হয়।জেলা পরিষদের সভাপতি বলেন,”দুই ভায়ের বাড়িতে আগুন লেগেছিল।তবে কি কারণে আগুন লেগেছে তা এখনো জানা যায়নি।তবে ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584