শ্যামল রায়,কাটোয়াঃ
মঙ্গলবার পূর্বস্থলী ২ নম্বর পঞ্চায়েত সমিতির নবনির্বাচিত সদস্য সদস্যদের নিয়ে শপথ বাক্য পাঠ অনুষ্ঠান হয় পাটুলি বিডিও অফিসে। সদস্যদের শপথ বাক্য শেষে সমিতির সভাপতি নির্বাচিত হন সুতপা নাথ।সহ সভাপতি নির্বাচিত হন তপন চট্টোপাধ্যায়।
জানা গিয়েছে যে, সমিতির সভাপতির আসনটি মহিলা সংরক্ষিত হবার কারণে সভাপতি হলেন সুতপা নাথ।
প্রসঙ্গত উল্লেখ থাকে যে সহ সভাপতি তপন চট্টোপাধ্যায় তৃণমূলের প্রাক্তন বিধায়ক।২০১১ সালে তৃণমূলের টিকিটে বিধায়ক হয়েছিলেন। ২০১৬ সালে ফের তৃণমূলের টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করলেও সিপিএমের প্রার্থী প্রদীপ সাহার কাছে পরাজিত হন।২০১৮ সালে পঞ্চায়েত নির্বাচনে পঞ্চায়েত সমিতিতে তৃণমূলের টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করে সদস্য হোন।আরো জানা গিয়েছে যে,গত কয়েক দিন আগে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে পূর্বস্থলী থানার মাঠে এক রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। ওই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন তৃণমূলের জেলা সভাপতি স্বপন দেবনাথ।প্রাক্তন বিধায়ক তৃণমূল নেতা তপন চট্টোপাধ্যায় দলে থাকবেন না বলে একটি পদত্যাগপত্র জমা দেন স্বপন দেবনাথ এর হাতে। এই পদত্যাগ পত্র ঘিরে তৃণমূলের নেতাকর্মীদের মধ্যে বিতর্কের ঝড় উঠে। তপন চট্টোপাধ্যায় বিরোধী গোষ্ঠী তাদের অভিযোগ যে দলীয় নির্দেশ অমান্য করে নিজের মত কাজ করে যাচ্ছেন তৃণমূলের প্রাক্তন বিধায়ক তপনবাবু।তাই রক্তদান শিবির বয়কট করেছিলেন তৃণমূলের তপন বিরোধী গোষ্ঠীর নেতা-কর্মী-সমর্থকরা। তপনবাবু এই প্রতিবেদককে জানিয়ে দিয়েছিলেন যে দলের দুঃসময় এলে তিনি থাকবেন দলের সুসময়ে তার দরকার নেই তাই পদত্যাগপত্র জমা দিয়েছেন।পদত্যাগ পত্র গ্রহণ করবেন কিনা সেটা তৃণমূলের জেলা সভাপতি স্বপন বাবুর বিষয়।তবে আমার বিরুদ্ধে যেসব অভিযোগ উঠেছে সম্পূর্ণ মিথ্যা।যারা অভিযোগ তুলছেন তারাই দুর্নীতিগ্রস্ত। আগামী দিন বহু দুর্নীতির তথ্য ফাঁস করে সাংবাদিক বৈঠক করে জানিয়ে দেওয়া হবে। পদত্যাগপত্র দেওয়ার কদিন বাদেই মঙ্গলবার পঞ্চায়েত সমিতির সহ সভাপতি হলেন তৃণমূলের প্রাক্তন বিধায়ক তপন চট্টোপাধ্যায়।
যদিও তপন বিরোধী গোষ্ঠির তৃণমূল নেতাদের দাবি আগামী দিন সবকিছু বলে দেবে দুর্নীতিতে যুক্ত কে বা কারা।শুধু সময়ের অপেক্ষা করতে হবে। এদিন সমিতির বোর্ড গঠন করার মুহুর্তের মধ্যে সভা ত্যাগ করেন জেলা পরিষদের সদস্য বিপুল দাস ও পঞ্চায়েত সমিতির সদস্য তাপস চৌধুরী সহ অনেকে। কর্মী সমর্থকদের কাছ থেকে জানা গিয়েছে যে তৃণমূলের এই সব নেতারা তপন বিরোধী লোক হিসেবে পরিচিতি।
আরও পড়ুনঃ ব্যারাকপুরে সবুজ সংঘ গ্রাম রক্ষীবাহিনীর রক্তদান শিবির
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584