নিজস্ব সংবাদদাতা ,পশ্চিম মেদিনীপুরঃ
শুক্রবার পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী অভিনেত্রী জুন মালিয়া মেদিনীপুর বিধানসভার অন্তর্গত শালবনী ব্লকের পিড়াকাটা,মালিদা এলাকায় নির্বাচনী প্রচার করেন । তিনি বাড়ি বাড়ি গিয়ে যেমন মানুষের কাছে ভোট ভিক্ষা করেন, তেমনি কারও বাড়িতে গিয়ে রান্নার কাজ ও করেন।
কোথাও দোকানে গিয়ে চা তৈরিও করেন। যা দেখে খুশি এলাকার বাসিন্দারা। যেভাবে বাড়ি বাড়ি গিয়ে তিনি প্রচার করছেন তাতে অভিভূত এলাকার বাসিন্দারা। কার্যত ভোটের প্রচারে তিনি ঝড় তোলেন । অভিনেত্রী জুন মালিয়াকে দেখার জন্য মানুষের ভিড় উপচে পড়ে।
জুন মালিয়া সাধারণ মানুষের সাথে কথা বলেন, গুরুজনদের প্রণাম করেন পায়ে হাত দিয়ে আবার ছোটদের ও আদর করেন। গ্রামের পর গ্রাম পায়ে হেঁটে এভাবেই তিনি প্রচার করেন। তার সঙ্গে ছিলেন তৃণমূল কংগ্রেসের নেতা সঞ্জীবন দাস সহ অন্যান্য নেতৃত্বরা। এরপর পিড়াকাটা বাজারে পিড়াকাটা কমিউনিটি হলে এক কর্মী সভায় তিনি বক্তব্য রাখেন।
আরও পড়ুনঃ মেদিনীপুরের মহকুমা অফিসে মনোনয়নপত্র জমা তৃণমূলের তারকা প্রার্থী জুন মালিয়ার
তিনি কর্মীসভায় দলীয় কর্মীদের বলেন, আপনারা ঐক্যবদ্ধভাবে কাজ করবেন। বাড়ি বাড়ি গিয়ে মানুষের কাছে রাজ্য সরকারের সাফল্য তুলে ধরবেন। সেইসঙ্গে মানুষ যাতে নিজের ভোট নিজে দিতে পারে তার ব্যবস্থা করবেন এবং বিজেপির ফাঁদে পা দেবেন না।
বিজেপি ও বাম কংগ্রেস জোটকে পরাস্ত করার জন্য আপনারা হাতে হাত মিলিয়ে বাংলার উন্নয়নের কান্ডারী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের হাতকে শক্তিশালী করার জন্য আমাকে ঘাসের উপর জোড়া ফুল চিহ্নে ভোট দিয়ে নির্বাচিত করবেন ।আমি নির্বাচিত হলে এই এলাকার মানুষকে সঙ্গে নিয়ে উন্নয়নের কাজ করব।
আরও পড়ুনঃ নির্বাচনী প্রচারে এসে মাতঙ্গিনী হাজরার মূর্তিতে মাল্যদান পেট্রোলিয়াম মন্ত্রীর
তিনি আরও বলেন, আমি মেদিনীপুরে থেকেই মেদিনীপুর বিধানসভা এলাকার মানুষের কাজ করব। আমি অবিভক্ত মেদিনীপুর জেলার মানুষ। আমার জন্ম মহিষাদল রাজ পরিবারে। আমি মহিষাদল রাজ পরিবারের মেয়ে । তাই কোনো মিথ্যা প্রতিশ্রুতি আমি দেবো না। এটুকু বলতে পারি যে আমি আপনাদের পাশে থাকব। আপনারা আমার পাশে থাকুন সাহায্যের হাত বাড়িয়ে দিন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584