নির্বাচনের প্রস্তুতি, পটাশপুর-২ ব্লকে প্রশিক্ষণ

0
57

নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুরঃ

বিধানসভা নির্বাচনের দিন ও প্রার্থী ঘোষণা করার আগেই রাজ্যজুড়ে ভোটের দামামা বেজে উঠেছে। আর সেই নির্বাচনকে সুষ্ঠু ভাবে পরিচালনা করার জন্য প্রস্তুতি শুরু করে দিল নির্বাচন কমিশন ।

training | newsfront.co
প্রশিক্ষণ ৷ নিজস্ব চিত্র

বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর-২ ব্লকের সভাগৃহে একুশের বিধানসভা নির্বাচন সংক্রান্ত বিষয়ে স্কুলের শিক্ষিক-শিক্ষিকাদের প্রশিক্ষণ দিলেন মহকুমা ও ব্লক নির্বাচন কমিশনের আধিকারিকেরা । তাঁদের ইভিএম ও ভিভিপ্যাট দেখানো হয়।

women | newsfront.co
নিজস্ব চিত্র

কীভাবে ভোটাররা ভোট দেবেন? কীভাবে মেশিন অপারেট করা হবে। তা দেখানো হয়। নির্বাচন কমিশন সূত্রের খবর, একুশের বিধানসভা নির্বাচন যাতে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়, সেদিকেই নজর দিতে হবে। কোনরকম খামতি রাখা যাবে না।ইতিমধ্যেই পটাশপুর-২ ব্লকের সমস্ত বুথকেন্দ্রই পরিদর্শন করেছেন খোদ বিডিও তথা ব্লক নির্বাচন কমিশনের আধিকারিক শঙ্কু বিশ্বাস।

আরও পড়ুনঃ এসএসকেএম-সহ বিভিন্ন সরকারি হাসপাতালে অস্থায়ী স্বাস্থ্য কর্মীদের বিক্ষোভ

কেন্দ্রীয় বাহিনীও বিভিন্ন প্রান্তে রুটমার্চ করবে বলে কমিশন সূত্রের খবর। তবে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের দিকেই তাকিয়ে রয়েছেন সাধারণ মানুষ। কিন্তু সুষ্ঠুভাবে ভোট করাটাই নির্বাচন কমিশনের বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন ওয়াকিবহালমহল।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here