নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
দেশে করোনার দ্বিতীয় ঢেউয়ের ব্যাপক হারে ছড়িয়ে পড়ার জন্য নির্বাচন কমিশনকেই দায়ী করেছে মাদ্রাজ হাইকোর্ট। আদালত মৌখিক শুনানির সময় কমিশনের উদ্দেশ্যে বলে আপনাদের বিরুদ্ধে খুনের মামলা দায়ের হওয়া উচিত। এই মন্তব্য ঘিরে উত্তাল হয়ে ওঠে মিডিয়া। ভোটের সময় আদালতের নির্দেশ থাকা সত্বেও যথেচ্ছ মিটিং মিছিল, জনসভা কোথাও মানা হয়নি করোনা বিধি। তা দেখার দায়িত্ব নির্বাচন কমিশনের হাতে থাকলেও কার্যত চোখ বন্ধ করে ছিল কমিশন।

এ নিয়ে কমিশন জানায় আদালতের এই মন্তব্য মিডিয়ায় এমনভাবে চর্চিত হয়েছে যার ফলে ক্ষতিগ্রস্ত হয়েছে কমিশনের ভাবমূর্তি। মৌখিক শুনানির সময় মিডিয়ার প্রবেশে রাশ টানতে আদালতে আবাদন করেছে কমিশন , এনিয়ে শুনানি রয়েছে শুক্রবার।
আরও পড়ুনঃ মুখ পুড়ল যোগীর, অক্সিজেনের অভাব নিয়ে পোস্ট করলে নেওয়া যাবে না শাস্তিমূলক ব্যবস্থা
নিজেদের ভাবমূর্তি বাঁচাতে কমিশন এও বলেছে যে করোনা সংক্রমণ বৃদ্ধিতে কোন বিধি নিষেধ না মানার দায় একেবারেই রাজনৈতিক নেতা নেত্রীদের। কমিশনের আবেদন, শুনানির যে অংশ রেকর্ডেড শুধু তার ভিত্তিতেই খবর করার অধিকার থাকুক মিডিয়ার।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584