নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
হুগলীর একটি সভায় ‘সংখ্যালঘু ভোট ভাগাভাগি করবেন না’,- এই জাতীয় মন্তব্যের জন্য নোটিশ পাঠিয়েছে কমিশন। ৪৮ ঘন্টার মধ্যে মুখ্যমন্ত্রীর জবাব তলব করা হয়েছে।
বুধবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আদর্শ বিধি ভঙ্গের নোটিশ পাঠালো নির্বাচন কমিশন। হুগলীর একটি সভায় গত ৩ এপ্রিল, মমতা তাঁর ভাষণে সংখ্যালঘু ভোটারদের উদ্দেশ্যে বলেন, ‘সংখ্যালঘু ভোট ভাগ করবেন না’, এই বক্তব্য সাম্প্রদায়িক বলে কমিশনে অভিযোগ জানায় বিজেপি। আগামী ৪৮ ঘন্টার মধ্যে মুখ্যমন্ত্রীর থেকে ব্যাখ্যা চেয়েছে কমিশন।
EC notice to West Bengal Chief Minister Mamata Banerjee for allegedly violating model code
— Press Trust of India (@PTI_News) April 7, 2021
হুগলীর তারকেশ্বরে সেদিনের ভাষণে মুখ্যমন্ত্রী বলেন, ” সংখ্যালঘু ভাই বোনেদের কাছে আমি হাত জোড় করে আবেদন জানাচ্ছি, হিন্দু-মুসলিম লাইন দেখে ভোট দেবেন না। ওই শয়তান বিজেপির কাছ থেকে টাকা নিয়ে ভোটে দাঁড়িয়েছে। ওর কথা শুনবেন না। সংখ্যালঘু ভোট ভাগ হতে দেবেন না।” মুখ্যমন্ত্রীর এই বক্তব্যের সূত্র ধরেই নির্বাচন কমিশনে আবেদন জানিয়েছে বিজেপি এবং কমিশনের পদক্ষেপ দাবি করেছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584