শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ
১৮ টি জেলার জেলাশাসকের সঙ্গে বৈঠকে বসে বুধবার পুরভোটের প্রস্তুতি বুঝে নিয়েছে রাজ্য নির্বাচন কমিশন। ঠিক হয়েছে, এপ্রিলেই হবে ১১১ টি পুরসভার ভোট।
সূত্রের খবর, কলকাতা ও হাওড়ায় পুরভোট হবে ১৫ এপ্রিল। আবার আরেক সূত্র বলছে, তা হতে পারে ১৯ এপ্রিল। তারপর রমজান মাস মিটলে হবে অন্য পুরসভাগুলির ভোট। কিন্তু রাজ্য নির্বাচন কমিশন এখনও সিদ্ধান্ত নিতে পারেনি পুরভোট ইভিএম না ব্যালটে হবে৷
বুধবার ১৮ টি জেলার জেলাশাসকদের সঙ্গে পুরভোটের প্রস্তুতি নিয়ে বৈঠক করেন নির্বাচন কমিশনার সৌরভ দাস। কিছুদিন আগে ৩ জেলার প্রশাসনিক কর্তাদের সঙ্গেও কমিশনের বৈঠক হয়ে গিয়েছে৷ কমিশন সূত্রের খবর, পুরসভা ভোটের দিনক্ষণ ঘোষণা দোল মিটলেই করে দেওয়া হবে। পুরভোট নিয়ে প্রস্তুতি সম্পূর্ণ করতে জেলাশাসকদের নির্দেশও দিয়েছে কমিশন।
আরও পড়ুনঃ প্রতীক্ষার অবসান, শুরু রাস্তার কাজ
নির্বাচন কমিশনের যুক্তি, মে মাসের কাঠফাটা গরমে সাধারণ মানুষের দুর্ভোগ এড়াতে এপ্রিলে পুরভোট করানোর সিদ্ধান্ত। যদিও উচ্চমাধ্যমিকের পর প্রচারের সুযোগ কম পাওয়া যাবে বলে দিনক্ষণ পিছানোর দাবি জানিয়েছিল বিরোধী রাজনৈতিক দলগুলি।
কিন্তু তাতে খুব একটা আমল দিতে চাইছে না নির্বাচন কমিশন।কিন্তু সূত্রের খবর, সব ঠিক হলেও এখনও ভোটগ্রহন করার মাধ্যম নিয়ে সিদ্ধান্ত নিয়ে দ্বিধায় রয়েছে কমিশন। ইভিএমে ভোট করতে হলেও প্রস্তুতির প্রয়োজন রয়েছে।
আরও পড়ুনঃ সরকারি অফিসে রাতেরবেলায় মদ্যপানের অভিযোগ আধিকারিকের বিরুদ্ধে
কমিশনের অভিজ্ঞ অফিসাররা মনে করছেন, এপ্রিলে নির্বাচন হলে ইভিএম অথবা ব্যালট প্রক্রিয়া ঠিক করতে যথেষ্ট সময় পাওয়া যাবে কিনা তা নিয়ে সংশয় থেকেই যাচ্ছে। এই সিদ্ধান্ত নিতে আরও দেরি হলে এপ্রিলে পুরভোট করানো খুবই কঠিন হবে৷ এখন এটাই দেখার, এই চ্যালেঞ্জ কেমন ভাবে সামলায় রাজ্য নির্বাচন কমিশন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584