ভবানীপুরের উপ নির্বাচনে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা কমিশনের, জারি থাকছে ১৪৪ ধারা থেকে ওয়েব কাস্টিং

0
31

শুভশ্রী মৈত্র, ওয়েব ডেস্কঃ

আগামী ৩০ সেপ্টেম্বর ভবানীপুর কেন্দ্রে অবাধ ও সুষ্ঠু উপনির্বাচন সুনিশ্চিত করতে বেশ কিছু বাড়তি ব্যবস্থা নিচ্ছে নির্বাচন কমিশন। ওয়েবকাস্টিং-এর ব্যবস্থা থাকছে প্রতিটি বুথে। অর্থাৎ, প্রত্যেকটি বুথে কত শতাংশ ভোট হচ্ছে, কিভাবে ভোট হচ্ছে তার সমস্তটাই দিল্লিতে বসে নজরদারি করতে পারবেন নির্বাচন কমিশন আধিকারিকরা। কমিশন সূত্রে জানা গিয়েছে, ভবানীপুরের প্রতিটি ভোটকেন্দ্রের আশেপাশে জারি করা থাকছে ১৪৪ ধারা।

Election Commission of India

বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম থেকে প্রার্থী হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর বিরুদ্ধে লড়েন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামে ভোটের দিন বহু অভিযোগ আসে দুই দলের থেকেই। এবারও ভবানীপুরের উপনির্বাচনে প্রার্থী হয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা। এবং গত বিধানসভা ভোটে বিপুল জয় পাওয়ার থেকেই সারা দেশে বিজেপি বিরোধী অন্যতম প্রধান মুখ মমতা বন্দ্যোপাধ্যায়। স্বাভাবিকভাবেই, গোটা দেশের নজর থাকবে এই হাই প্রোফাইল কেন্দ্রের দিকে। আরও কিছুটা সেকারণেই ভবানীপুরের ভোটকে নিশ্ছিদ্র নিরাপত্তায় মুড়ে ফেলতে চাইছে কমিশন।

আরও পড়ুনঃ উৎসবের মরশুমে ভিড় এড়াতে রাজ্যগুলিকে সতর্কবার্তা স্বরাষ্ট্রমন্ত্রকের

মঙ্গলবার থেকেই ভবানীপুরের প্রতিটি ভোটকেন্দ্রের আশেপাশের ২০০ মিটার পর্যন্ত এলাকায় ১৪৪ ধারা জারি করা হচ্ছে। প্রতিটি কেন্দ্রা ওয়েব কাস্টিং থাকার ফলে সমস্ত বুথের ভোটার এবং ভোটকর্মীদের গতিবিধি সরাসরি দিল্লির আধিকারিকদের নজরদারির আওতায় থাকবে, পাশাপাশি নির্বাচন কমিশনের রাজ্য দপ্তর থেকেও জারি থাকবে নজরদারি। এছাড়াও প্রাকৃতিক দুর্যোগের পূর্বাভাষ থাকায় বিপর্যয় মোকাবিলা দপ্তরকেও প্রস্তুত থাকার অনুরোধ জানিয়েছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here