নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
বৃহস্পতিবার প্রকাশিত হয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার চূড়ান্ত ভোটার তালিকা। জেলা নির্বাচনী আধিকারিক তথা জেলাশাসক ডা. রশ্মি কমল চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছেন। পরে স্বীকৃত রাজনৈতিক দলগুলির হাতে চূড়ান্ত ভোটার তালিকার কপি তিনি তুলে দেন।
পশ্চিম মেদিনীপুর জেলাতে, ১লা জানুয়ারি ২০২০, হিসেবে মোট ভোটার সংখ্যা ৩৭ লক্ষ ৫৬ হাজার ৫৩৬ জন। ভোটার তালিকায় নতুন নাম নথিভুক্ত হয়েছে ৯৫ হাজার ৬৮৯ জনের এবং নাম বাদ গেছে ২৩ হাজার ৯৭৯ জনের।
আরও পড়ুনঃ পূর্ব মেদিনীপুরে উনিশটি ঢালাই রাস্তার শিলান্যাস অনুষ্ঠানে পরিবহনমন্ত্রী
জেলাতে ভোটার সংখ্যা বৃদ্ধি হয়েছে ৭১ হাজার ৭১০ জন। জেলাশাসক জানান, জেলার নতুন নথিবদ্ধ ৯৫ হাজারের অধিক ভোটারকে পিভিসি(Polivinalished) কার্ড দেওয়া হবে। একইসঙ্গে পুরনো কার্ডধারীরাও বৈধ ভোটার হিসেবেই গণ্য হবে।
নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584