রিচা দত্ত,মুর্শিদাবাদঃ
আজ মুর্শিদাবাদ জেলার বহরমপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত কান্দীর মোহনবাগান মাঠে তৃণমূল মনোনীত প্রার্থী অপূর্ব সরকারের সমর্থনে নির্বাচনী জনসভায় মুখ্য বক্তা হিসাবে উপস্থিত ছিলেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।
এদিন দুপুর ১টা ২০ মিনিট নাগাদ হেলিকপ্টারে এসে উপস্থিত হন মমতা।
সভার শুরুতেই মুখ্যমন্ত্রী সকলকে অভিনন্দন জানালেন যাদের কারণে মুর্শিদাবাদে তৃণমূল শক্তিশালী হয়েছে এবং যোগীর বন্ধু মোদির দালাল বলে কটাক্ষ করেন অধীরকে।একইসাথে ব্যক্তিগত জীবন তুলে ধরে সরাসরি অধীরকে নিশানায় রেখে বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী।
পাশাপাশি কেন্দ্রের মোদি সরকারের বিরুদ্ধেও তোপ দেগে বলেন,বিজেপি সরকার এসে চাকরি তো দিতে পারেনি বরং আরো বেকার সমস্যা বাড়িয়ে দিয়েছে।সেই সঙ্গে নোট বন্দি,দাঙ্গাবাজি,কৃষক হত্যা,পেট্রোল-ডিজেল -গ্যাসের দাম এসমস্ত কিছুর দাম বৃদ্ধি করে সাধারণ মানুষের কাছে সমস্যা ছাড়া আর কিছুই করেননি।নরেন্দ্র মোদির বিরোধিতা করে বলেন,ফ্যাসিস্ট হিটলারি শাসন চায় না সাধারণ মানুষ।
মমতা বলেন,ভুলেও বিজেপিকে ভোট নয়। বিজেপিকে সাপোর্ট করে কংগ্রেস।বিজেপি ও তার দালাল কংগ্রেস,সিপিএম। এছাড়াও অধীরকে কটাক্ষ করে বলেন পাঁচ বছরের মধ্যে চার বছর থাকেন দিল্লিতে আর বাকি সময়টা থাকেন ভেদিক ভিলেজে।
পাশাপাশি তিনি বলেন,তৃণমূল দল স্বচ্ছভাবে রাজনীতি করে। তৃণমূলকে নিজের দল সম্পর্কে কোন সার্টিফিকেট নিতে হবে না অন্য কোন দলের থেকে।একুশ বছরের দল।পূর্ণবয়স্ক দল,প্রথমে জন্ম লগ্নে মনে হয়েছিল জোড়া ফুল ছিঁড়ে দেবে,ভেঙে দেবে কিন্তু আজ সেটা বটবৃক্ষে পরিণত হয়েছে।
এদিনের বক্তব্যে নেত্রী মোদিকে কটাক্ষ করে বলেন,যে আগে ছিলেন চাওয়ালা এখন হয়েছেন চৌকিদার,কোন প্রয়োজন নেই।আমাদের দরকার একজন সঠিক শাসকের।
একই সাথে তিনি বলেন,সব কটা ভোট যেন ডেভিড পায়,মনে রাখবেন ওই পারবে অসুর বধ করতে।
আজকের জনসভা থেকে তিনি ঘোষণা করেন,কান্দীর মাষ্টার প্ল্যান বাবদ ৪৫০ কোটি টাকা রাজ্য সরকার দিয়েছে যাতে প্রায় ৫ লক্ষ মানুষ উপকৃত হবে।
সবশেষে তিনি বলেন, ‘মুর্শিদাবাদ জেলাকে যদি সত্যিই ভালো করে শান্তিতে থাকতে হয়,উন্নয়নে থাকতে হয়,অগ্রবর্তী হতে হয়,বাংলার মেইন স্রোতে থাকতে হয়,ভারতবর্ষের মেইন স্রোতে থাকতে থাকতে হয় তাহলে বহরমপুর কেন্দ্রে অপূর্বকে জঙ্গীপুর কেন্দ্রে খলিলুর রহমানকে মুর্শিদাবাদ কেন্দ্রে আবু তাহেরকে জোড়াফুল চিহ্নে তৃণমূল কংগ্রেসকে ভোট দিন।
উল্লেখ্য যে,অপূর্ব সরকার কান্দী বিধানসভার কংগ্রেস মনোনীত প্রার্থী হিসাবে নির্বাচিত ছিলেন,লোকসভা নির্বাচনে তৃণমূল মনোনীত প্রার্থী হিসাবে নাম ঘোষিত হওয়ার পর তিনি সেই পদ থেকে পদত্যাগ করেন।একই সাথে তিনি কান্দী পুরসভার চেয়ারম্যানও ছিলেন।সেখানেই আজকের এই জনসভা।
আরও পড়ুনঃ পথ নিরাপত্তা উপেক্ষা করে জীবনের ঝুঁকি নিয়ে নির্বাচনী জনসভার পথে
মঞ্চে উপস্থিত ছিলেন জেলা সভাধিপতি মোশারফ হোসেন, জেলা মুখপাত্র অশোক দাস, বহরমপুর ব্লক সভাপতি অরিত মজুমদার এবং কান্দি মহকুমার বিভিন্ন অঞ্চল পঞ্চায়েত সমিতির নেতারা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584