রবিবার নির্বাচন বিওএ-র

0
58

অঞ্জন চট্টোপাধ্যায়, স্পোর্টস ডেস্কঃ

যত সময় যাচ্ছে বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশন নির্বাচন নিয়ে মুখ্যমন্ত্রীর দাদা ও ভাইয়ের প্রতিদ্বন্দ্বিতা যেন বাড়ছে। দাদা ভাইয়ের লড়াইটা চলছে প্রায় গত তিন বছর ধরে সেটা দমিয়ে রাখেন মুখ্যমন্ত্রী কিন্তু ভোট নিয়ে মমতা ব্যস্ত হয়ে পড়ায় উত্তাপ বেড়েছে।

meeting | newsfront.co
কাস্টমস ক্লাব তাঁবুর সভা

আরও পড়ুনঃ আগামীকাল থেকে প্রাতঃভ্রমণকারীদের জন্য খুলছে বোটানিক্যাল গার্ডেন

এই লড়াইয়ে গত সপ্তাহে নির্বাচন বাতিল ঘোষণা করে ভাই স্বপন বন্দোপাধ্যায় (বাবুন)কে চাপে ফেলে দিয়েছিলেন দাদা অজিত বন্দোপাধ্যায়।

এরপর ভাই দুদিন পরে বিওএ-র এক্সিকিটিভ কমিটির সদস্যদের একত্রিত করে, জরুরি সভা ডেকে বাজিমাত করলেন। সোমবার কাস্টমস ক্লাব তাঁবুতে হওয়া এই সভায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হল। আগামী ৬ ডিসেম্বর কলকাতা’র এক বেসরকারি হোটেলে বিওএ-র নির্বাচন হচ্ছে। নতুন ইলেকশন পর্যবেক্ষক হিসেবে পল্টু রায় চৌধুরীকে নিয়োগ করা হল।

আরও পড়ুনঃ সিউড়িতে তৃণমূলের পতাকা ছেঁড়াকে কেন্দ্র করে উত্তেজনা

এদিন বিওএ-র নির্বাচনে সভাপতির পদে মনোনয়নপত্র জমা দেন স্বপন। গতবছর সংস্থার নির্বাচন নিয়ন্ত্রণ না রাখতে পারলেও এই বছর বেশির ভাগ সদস্যি স্বপনের পক্ষে। সেটা বুঝতে পেরে কিছু টা চাপে অজিত। গত শুক্রবার দুপুরে আইও এবং রাজ্যজ সংস্থাগুলিকে মেল করে অজিত জানিয়ে দেন, নির্বাচনের যে ভোটার লিস্ট তৈরি করা হয়েছে সেটা অস্বচ্ছ।

তাই আপাতত নির্বাচন স্থগিত রাখা যেন হয়। অজিতবাবু যেদিন নির্বাচন বাতিল করার মেল করেন সেই দিন সন্ধ্যাগয় সভাপতির পদে মনোনয়নপত্র জমাও দেন বলে সংস্থার একাধিক সদস্যমরা জানান। এমন ঘটনায় অজিতের উপর বিরক্ত বিওএ-র সদ্যঘসরা। ঘটনা জানার পরেই সচিব স্বপন এক্সিকিউটিভ কমিটির জরুরি সভা ডাকেন সোমবার। সংস্থার একাধিক সদস্যম প্রশ্ন তোলেন অজিতের কাজ কর্ম নিয়ে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here