রিচা দত্ত,মুর্শিদাবাদঃ
আজ মুর্শিদাবাদ জেলার অন্তর্গত বেলডাঙার রতনপুর গ্রাম পঞ্চায়েতে যে সমস্ত ভোটদানকারী আছেন যারা নিজেদের অসুরক্ষিত মনে করছেন তাদের সচেতন করতে জেলা নির্বাচন আধিকারিক ড: পি.উলাগানাথন ও জেলা পুলিশ সুপার শ্রী মুকেশ ঘটনাস্থলে যান।হুমকি,রিগিং, ছাপ্পা ভোট এই সমস্ত বিষয়কে কেন্দ্র করে জেলার বেশ কিছু আভ্যন্তরীন প্রান্ত আছে যেখানের বাসিন্দারা ভোটদানকে কেন্দ্র করে ভীত।
বুথে যাওয়ার সময় যদি কোনরকম সমস্যায় পড়ে বা হুমকি ও মারধর খায় বা জোড় করে ভোটদানের ক্ষেত্রে ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ করে এই সমস্ত বিষয়গুলিতে ভীত সন্ত্রস্ত জেলার বিভিন্ন প্রান্তের মানুষ।তাদের সনাক্তকরণ করছেন সরকারী আধিকারীকগন এবং সেই সাথে যে সমস্ত এলাকাগুলি স্পর্শকাতর সেই জায়গাগুলি পরিদর্শন করছেন জেলা নির্বাচন আধিকারিক ও জেলা প্রশাসন।
আরও পড়ুনঃ কোচবিহারের প্রশাসনিক আধিকারিকদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুললেন মুকুল
এই ঘটনায় আজ বেলডাঙা থানার অন্তর্ভুক্ত রতনপুর গ্রাম পঞ্চায়েতের ভোটারদের সাথে কথা বললেন জেলা প্রশাসন।তাদের বুঝিয়ে ভোট দিতে যাওয়ার জন্য নিবেদন করলেন।জেলা প্রশাসনের এমন অভিনব উদ্যোগে যথেষ্টই খুশি ভোটাররা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584