সুদীপ পাল,বর্ধমানঃ
আসানসোলের সিপিএম প্রার্থী গৌরাঙ্গ চট্টোপাধ্যায় দলীয় কার্যালয় থেকে প্রচার শুরু করলেন দামোদরপুর এলাকায়।জামুরিয়া বাসস্ট্যান্ডে অনুষ্ঠিত হল একটি পথসভা।প্রচারে যে অংশটিকে সবথেকে বেশি গুরুত্ব দিচ্ছেন গৌরাঙ্গবাবু তাহল এই রাজ্যের শিল্পের বিষয়।
তিনি হিন্দুস্তান কেবলস কারখানা বন্ধ হয়ে যাওয়ার প্রসঙ্গ তোলেন।কয়লা শিল্পের বেসরকারিকরণের সিদ্ধান্তের বিরোধিতা করার পাশাপাশি বর্তমান রাজ্য সরকার শিল্পের দিক থেকে রাজ্যের মানুষকে দিশা দেখাতে ব্যর্থ সে কথাতেই ঘুরে ফিরে আসে তাঁর বক্তৃতায়।প্রসঙ্গত উল্লেখ্য, ২০১১ সালে পাণ্ডবেশ্বর কেন্দ্র থেকে তিনি বিধায়ক হয়েছিলেন।
আরও পড়ুনঃ ভোট প্রচারে আদিবাসী মন জয়ে অলচিকি হরফে দেওয়াল লিখন
১৯৭৭ সাল থেকে সিপিএমের দখলে রয়েছে জামুরিয়া বিধানসভা কেন্দ্রটি। এবারও এখান থেকে ভালো ফলের প্রত্যাশা করছেন সিপিএমের কর্মী-সমর্থকরা। যদিও তৃণমূলের জেলা সভাপতি ভি শিবদাসন মনে করেন,রাজ্য সরকার যে উন্নয়ন করেছে সে দিক দিয়ে তাকিয়ে এখানকার লোক তৃণমূলের পাশেই থাকবেন।
গৌরাঙ্গবাবুর সাথে জামুড়িয়ার বিধায়ক জাহানারা খান,আসানসোল পুরসভার বিরোধী দলনেতা তাপস কবি প্রমুখরা ছিলেন। তাঁরা আশাবাদী।এই কেন্দ্রে শেষ হাসি হাসবে সিপিএম।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584