মোদী মুখোশে ভোটের প্রচারে শিশুদের,কমিশনের দারস্থ তৃণমূল

0
91

মনিরুল হক, কোচবিহারঃ

Election promotion on modi mask
ভাইরাল হওয়া ভিডিও ক্লিপসের ছবি

হাতে বিজেপির পতাকা নিয়ে মোদীর মুখোশ পড়ে একদল ক্ষুদের শ্লোগান দেওয়ার ভিডিও সোস্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার ঘটনা নিয়ে নির্বাচন কমিশনে অভিযোগ জানাল তৃণমূল কংগ্রেস। তৃণমূলের দাবি,ওই ভিডিও দিনহাটা থেকে ভাইরাল করা হয়েছে।

এভাবে শিশুদের ভোট প্রচারে ব্যবহার করা নির্বাচনী বিধিভঙ্গের মধ্যে পড়ে।আর তাই তাঁরা নির্বাচন কমিশনে দ্বারস্থ হয়েছেন বলে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দাবি করা হয়েছে।
তৃণমূল কংগ্রেসের কোচবিহার জেলা সভাপতি রবীন্দ্রনাথ ঘোষ বলেন,“বিষয়টি মারাত্মক ভাবে আপত্তিকর। আমরা নির্বাচন কমিশনের কাছে ভিডিও সহ অভিযোগ করেছি।

আরও পড়ুনঃ শিব পূজা দিয়ে ভোট প্রচারে তৃণমূল

ঘটনার তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছি।” অন্যদিকে বিজেপির কোচবিহার জেলা মুখপাত্র উৎপল কান্তি দেব বলেন, “তৃণমূল কংগ্রেসই শিশুদের দিয়ে এসব করিয়ে ভিডিও তুলে ভাইরাল করেছে। কারণ ওদের পায়ের তলায় মাটি নেই। দুই লক্ষ ভোট পাবে কিনা সন্দেহ।তাই এসব নাটকের আশ্রয় নিতে হয়েছে। বিজেপির এখন হাজার হাজার লোক।

মিছিল করার জন্য শিশুদের ব্যবহার করার প্রয়োজন নেই।”ভোট যত এগিয়ে আসছে কোচবিহারে দুই পক্ষ তৃণমূল ও বিজেপি ততই যুযুধান হয়ে উঠছে।আর এই যুযুধানের অন্যতম হাতিয়ার হয়ে উঠেছে সোশ্যাল মিডিয়া।শিশুদের এমন ভিডিও করাই নয়, নেতা নেত্রীদের বেফাঁস বক্তব্যকে ট্রোল করা, অনলাইন ভোটিং করানো সহ বিভিন্ন ধরণের বিষয় উঠে আসছে সোশ্যাল মিডিয়ায়। নির্বাচন কমিশন অবশ্য সোশ্যাল মিডিয়ার উপড়ে কড়া নজর রাখার কথা আগেই জানিয়েছে। তার ফাঁকেও কেউ সোশ্যাল মিডিয়ার যতটা সম্ভব ব্যবহার করতে ছাড়ছে না।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here