নিজস্ব সংবাদদাতা,দক্ষিন দিনাজপুরঃ
মুক্তি পেলো দক্ষিণ দিনাজপুর জেলা নির্বাচন নিজস্ব ম্যাসকট নাগরিক।আজ দক্ষিণ দিনাজপুর জেলার জেলা শাসক তথা জেলা নির্বাচনী আধিকারিক দীপাপ প্রিয়া পি সাংবাদিক সম্মেলনের মাধ্যমে এই ম্যাসকটটির আবরণ উন্মোচন করেন।এরপর জেলার নির্বাচনী আধিকারিক দীপাপ প্রিয়া পি সাংবাদিকদের জানান জিআই ট্যাগ প্রাপ্ত জেলার কুশুমন্ডীর মুখা শিল্পকে উৎসাহিত করতে জেলা প্রশাসন এই অভিনব উদ্যোগ নিয়েছে।সেই কারনে এই ম্যাসকটটির মুখটি কুশমন্ডীর মুখার আদলে তৈরী।
এছাড়াও তারা ভোটারদের সচেতন করতে খন পালাগান কেও কাজে লাগাবেন বলে জেলা নির্বাচনী আধিকারিক জানিয়েছেন।এছাড়াও জেলা শাসক জানান,বিভিন্ন জেলা প্রশাসনের পক্ষ থেকে ইভিএম ও ভিভি প্যাড নিয়ে বিভিন্ন পোলিং স্টেশনে রেখে ভোটারদের সচেতন করা হবে।
আরও পড়ুনঃ ভিভি প্যাড পরীক্ষা করতে ব্লক অফিসে জনগণ
গ্যাস সিলিন্ডারের সাথে সচেতনতা মুলক প্রচার পত্র জেলা প্রশাসনের পক্ষ থেকে ভোটারদের বাড়িতে পৌঁছে দেওয়া হচ্ছে বলেও জেলা শাসক জানান।আগামী দিনে ভোট সংক্রান্ত বিভিন্ন সচেতনতামূলক উদ্যোগ জেলা প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হবে বলে জানা গেছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584