নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
সব চেষ্টা ব্যর্থ হল ট্রাম্পের। ডেমোক্র্যাট প্রার্থী জো বিডেনকে মার্কিন রাষ্ট্রপতি নির্বাচনে জয়ী ঘোষণা করল ইলেক্টোরাল কলেজ। জয়ে সিলমোহর মেলার পরই ভাবী মার্কিন প্রেসিডেন্ট বললেন, তিনি সমস্ত আমেরিকানদেরই প্রেসিডেন্ট। যাঁরা তাঁকে ভোট দেননি, তাঁদেরও প্রেসিডেন্ট তিনি। ভাবী মার্কিন রাষ্ট্রপতি আরও বলেন, এটা ঐক্যের সময়, ক্ষতে প্রলেপ দেওয়ার সময়।
করোনা আবহে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের উত্তাপ ছিল চরমে। হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষপর্যন্ত হোয়াইট হাউস দখলে আসে ডেমোক্র্যাট প্রার্থী জো বিডেনের। ৫৩৮টি ইলেক্টোরাল ভোটের মধ্যে ৩০৬টি জিতে নেন বিডেন। ২৩২টি ইলেক্টোরাল ভোটে জয়ী হন ট্রাম্প। জয়ের জন্য প্রয়োজন ছিল ২৭০টি ইলেক্টোরাল ভোট। ঘটনাচক্রে, ২০১৬ সালের নির্বাচনেও ৩০৬টি ইলেক্টোরাল ভোট জিতে হোয়াইট হাউসের দখল নেন ট্রাম্প।
আরও পড়ুনঃ টাইম ম্যাগাজিনের বিচারে পার্সন অফ দ্য ইয়ার জো বিডেন-কমলা হ্যারিস
পরাজয় ঘনিয়ে আসছে বুঝতে পেরেই নির্বাচনে কারচুপির অভিযোগ তুলে সোচ্চার হন ট্রাম্প। পেনসিলভেনিয়া, নেভাডা, মিশিগান, জর্জিয়া, আরিজোনা-সহ একাধিক প্রদেশের ফলাফলকে চ্যালেঞ্জ জানান রিপাবলিকান প্রেসিডেন্ট পদপ্রার্থী। উইসকনসিনে পুনর্গণনার দাবিও জানান তিনি।
শেষ চেষ্টা হিসেবে দিন কয়েক আগে হোয়াইট হাউসে থ্যাংস গিভিং অনুষ্ঠানে যোগ দিয়ে ডোনাল্ড ট্রাম্প বলেন, যদি ইলেক্টোরাল কলেজ জো বিডেনকে জয়ী বলে নিশ্চিত করে, তবেই তিনি ক্ষমতা ছাড়বেন। অবশেষে ইলেক্টরাল কলেজও সিলমোহর দিলো বিডেনের জয়ে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584