রিচা দত্ত,মুর্শিদাবাদঃ
রিকশা চালিয়ে কোন ক্রমে সংসার চলে।বাড়িতে একটি ফ্যান ও দুটি এলইডি বাল্ব জ্বলে।অথচ বিদ্যুৎ বিল হাতে পেল ২৮৪৩১ টাকা।
বার বার বিদ্যুৎ দফতরে আবেদন জানিয়েও ভুতুড়ে বিল সংশোধন না করায় অসহায় রিকশা চালক দ্বারস্থ হলেন ফরাক্কা পুলিশের।ঘটনাটি ঘটেছে ফরাক্কা ব্লকের কুলিগ্রামে।নয়নসুখ গ্রামপঞ্চায়েত কুলিগ্রামের বাসিন্দা খুরশেদ মোমিন।
পেশায় রিকশা চালক। ২০১২ সালে খুরশেদ আলম স্ত্রী কোহিনুর বিবির নামে বিদ্যুৎ সংযোগ নেন ফরাক্কা বিদ্যুৎ পর্ষদ দফতর থেকে।২০১২ সালে ১ ডিসেম্বর কোহিনুর বিবির প্রথম বাড়ির বিদ্যুৎ বিল আসে ৫৪৭ টাকা।২০১৩ সালের ৪ ই মার্চ দ্বিতীয় বিল আসে ৬৯৬ টাকা।বিল দেয়ার পর ইলেকট্রিক মিটার খারাপ হয়ে যায়।বিদ্যুৎ দপ্তরে জানানো হলে নতুন মিটার লাগিয়ে দেয়।তারপর ২০১৩ সালে নতুন মিটারের বিল আসে ২৮৪৩১ টাকা।সে টাকার ভুয়ো বিল আসায় সমস্যায় পড়ে রিকশা চালক খুরশেদ।তিনি দ্বারস্থ হন বিদ্যুৎ দপ্তরের।
বিদ্যুৎ দপ্তরের পক্ষ থেকে বলা হয় বিল পরিশোধ করতে।তারপর আরেকটি বিল আসে ২৯৫৬০ টাকার।লিখিত দেয়া হয় বিদ্যুৎ দপ্তরে এবং বিডিও অফিসে।এ বিষয়ে পঞ্চায়েত সমিতির সভাপতি আঞ্জুমারা খাতুনের কাছে জানতে চাইলে তিনি জানান যে,তিনি বিষয়টি জানেন।বিষয়টি নিয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলার আশ্বাসও দেন তিনি।
২০১৩ থেকে ২০১৮ সাল পর্যন্ত কোনরকম সমস্যা সমাধান না হওয়ায় সমস্যায় পড়েছে রিকশা চালক পরিবার।খুরশেদ মোমিন চাইছেন বিদ্যুৎ দপ্তর তাদের ন্যায্য বিল পাঠাক।সেই বিল তারা পরিশোধ করতে ইচ্ছুক।
আরও পড়ুনঃ মেলা শেষেও বিকিকিনি,দোকান বন্ধে তৎপর পুলিশ
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584