ইসলামপুরে বন্ধ শ্মশানের বৈদ্যুতিক চুল্লি

0
90

নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ

চালু হয়েও মেরামতি না হওয়ায় বন্ধ ইসলামপুর শ্মশানের বৈদ্যুতিক চুল্লি।ইসলামপুর পুরসভার সতীপুকুর শ্মশানের বৈদ্যুতিক চুল্লি বন্ধ হয়ে রয়েছে। ফলে বর্ষার দিনে কাঠ দিয়েই দাহ করা হচ্ছে মৃতদেহ। এই বৃষ্টিতে চরম সমস্যায় পড়েছেন শ্মশান যাত্রীরা।

shamashaan ghaat | newsfront.co
নিজস্ব চিত্র

গত ৩ জুলাই থেকে এই পরিষেবা বন্ধ রয়েছে। ফলে অসুবিধায় পড়েছেন এলাকার মানুষ। অচল চুল্লি কবে মেরামত করা হবে, সে বিষয়ে নিশ্চিত কিছু জানা যায়নি। উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের পক্ষ থেকে এই চুল্লি নির্মাণ করা হয়েছিল।

আরও পড়ুনঃ রাজ্যের মন্ত্রীর ঘনিষ্টদের বিরুদ্ধে জমি আত্মসাৎ করার অভিযোগ বিজেপির

ইসলামপুর সতীপুকুর বৈদ্যুতিক চুল্লির উদ্বোধন করেছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ।বৈদ্যুতিক চুল্লিগুলির কয়েল খারাপ হয়ে যাওয়ায় পরিষেবা বন্ধ রয়েছে বলে জানা গিয়েছে। বন্ধ হওয়ার পর থেকে এই পর্যন্ত মোট আটটি মৃতদেহ কাঠ দিয়ে দাহ করা হয়েছে।

আরও পড়ুনঃ শ্মশান ঘাট এলাকা বৃক্ষরোপণ করে সৌন্দর্যায়ন প্রশাসকের

আগামীকাল মাইকিং করে পরিষেবা বন্ধের বিষয়ে জানিয়ে দেওয়া হবে বলে জানান সতীপুকুর শ্মশানের কর্মী কিরণ বিশ্বাস।ইসলামপুর পুরসভার প্রশাসক কানাইয়ালাল আগরওয়ালা জানিয়েছেন, চুল্লিটি খারাপ হয়েছে। ঠিক করানো হবে। ইলেকট্রিক মেশিনের পার্টস রয়েছে। সেটি ঠিক করতে বলা হয়েছে। খুব শীঘ্রই তা করা হবে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here