বৈদ্যুতিক চুল্লি উদ্বোধন মালদায়

0
558

নিজস্ব সংবাদদাতা, মালদাঃ

electric furnace opening in malda | newsfront.co
নিজস্ব চিত্র

জেলার একমাত্র বৈদ্যুতিক চুল্লি রয়েছে ইংরেজবাজারের সাদুল্লাপুর মহাশ্মশানে। তবে সেখানে শবদাহের চাপ বাড়তে থাকায় পুরাতন মালদার লোলাবাগের শতাব্দীপ্রাচীন শ্মশানটিতে বৈদ্যুতিক চুল্লি তৈরির দাবি জোরালো হয়।

electric furnace opening in malda | newsfront.co
নিজস্ব চিত্র
electric furnace opening in malda | newsfront.co
নিজস্ব চিত্র

সেই মোতাবেক ২০১৮ সালে চুল্লি তৈরির অনুমোদন দেয় রাজ্য সরকার। প্রাথমিক ভাবে চুল্লি তৈরির ব্যয় বরাদ্দ এক কোটি চুরাশি লাখ টাকা ধরা হলেও মহানন্দা নদীর ভাঙন ও বন্যার কথা মাথায় রেখে সেটির উচ্চতা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়।

electric furnace opening in malda | newsfront.co
নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ গড়বেতায় পুলিশের উদ্যোগে সম্প্রীতি কাপ ভলিবল প্রতিযোগিতা

ফলে ব্যয় বরাদ্দ বেড়ে দাঁড়ায় তিন কোটি চোদ্দ লক্ষ সাতানব্বই হাজার টাকা। গত ৪ঠা মার্চ মালদা জেলা সফরে এসে চুল্লিটির আনুষ্ঠানিক উদ্বোধনে সম্মতি দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। এদিন ছিল চুল্লিটির শুভ সূচনা অনুষ্ঠান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর মহকুমা শাসক সুরেশচন্দ্র রানো, মালদা থানার আই সি শান্তিনাথ পাঁজা, পুরাতন মালদা পুরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষ, ভাইস চেয়ারম্যান চন্দনা হালদার, মালদা বিধানসভায় তৃণমূলের অবজারভার তথা ইংরেজবাজার পৌরসভার উপ পৌরপ্রধান দুলাল সরকার ছাড়াও পুরসভার একাধিক কাউন্সিলর। এদিন প্রদীপ প্রজ্জ্বলন ও ফিতে কেটে চুল্লিটির সূচনা করা হয়।
চুল্লিটি উদ্বোধন হওয়ায় খুশি এলাকাবাসী।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here