সুদীপ পাল, বর্ধমানঃ
টানা দুই সপ্তাহ ধরে বর্ধমান ১ ব্লকের প্রায় ২৫টি গ্রামের বাসিন্দারা বিদ্যুৎ বিভ্রাটের জেরে অতিষ্ঠ হয়ে পড়েছেন। বাসিন্দাদের অভিযোগ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত লোডশেডিং চলছে।
সজল ধারা জল মিলছে না, বন্ধ থাকছে কল-কারখানা, ব্যাহত হচ্ছে ব্লক হাসপাতালে পরিষেবা। বিদ্যুৎ দপ্তরে একাধিকবার আবেদন করেও কোন লাভ হচ্ছে না বলে অভিযোগ বাসিন্দাদের।
বর্ধমান ১ ব্লকের শোনপুর থেকে ভান্ডারডিহি পর্যন্ত প্রায় ২৫টি গ্রামে এই সমস্যা চলছে কয়েকদিন ধরে।
বাসিন্দাদের দাবি, এলাকায় কারখানা রয়েছে কিন্তু বিদ্যুৎ না থাকায় সেগুলিও বন্ধ থাকছে। মালিকরা বলছেন, কর্মচারীদের কার্যত বসিয়ে মাইনে দিতে হচ্ছে। ক্ষতি হচ্ছে কাজের। এদিকে সকাল থেকে বিদ্যুৎ না থাকায় পানীয় জলের সমস্যা দেখা দিচ্ছে। কুড়মুন এরিয়া কমিটি নাগরিক মঞ্চের পক্ষ থেকে স্মারকলিপি দেওয়া হয় কুড়মুন সাবস্টেশনে।
আরও পড়ুনঃ দুই পাচারকারী সহ লক্ষাধিক টাকার সেগুন কাঠ উদ্ধার
সংগঠনের তরফে জ্যোতিপ্রকাশ বন্দ্যোপাধ্যায় বলেন, পুজোর কাজের জন্য বিদ্যুৎ সংযোগ বন্ধ রাখার কথা বলা হচ্ছে। কিন্তু এতদিন ধরে যদি বিদ্যুৎ বন্ধ থাকে তাহলে তা সমস্যার।
যদিও বিদ্যুৎ দপ্তর আশ্বাস দিচ্ছে খুব দ্রুত এই সমস্যা মিটে যাবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584