সম কাজে সম বেতনের দাবীতে বিদ্যুৎ শিল্প কর্মীদের বিক্ষোভ

0
194

শুভদীপ ভট্টাচার্য,বহরমপুরঃ

বিদ‌্যুৎ শিল্প কর্মীদের প্রতি সরকারী অবহেলার দাবী রাজ‌্যজুড়ে দীর্ঘদিনের। বঞ্চনার প্রতিবাদে নানাসময় সরবও হতে দেখা গেছে বিদ‌্যুৎ শ্রমিক সংগঠনগুলিকে। মঙ্গলবার ‘সমকাজে সমবেতন’সহ বেশ কয়েকদফা দাবীতে পুনরায় সোচ্চার হয়ে জেলা বিক্ষোভ ও ডেপুটেশন কর্মসূচী পালন করে সিটু অনুমোদিত বিদ‌্যুত শ্রমিক সংগঠনগুলি। ক্রমবর্দ্ধমান বাজারদরের চাপে সংসার জীবন যাপনে হিমসিম খাচ্ছেন শ্রমিকরা, তাই সমকাজে সমবেতন সহ ন‌্যুনতম মজুরি ১৮০০০ টাকা প্রদানের দাবী জানায় তারা।

নিজস্ব চিত্র

পাশাপাশি বিভিন্ন শিল্পের জন‌্য শ্রম দফতরের পৃথক পৃথক বেতন থাকা সত্ত্বেও বিদ‌্যুত কর্মীদের কোনো স্থায়ী বেতন কাঠামো না থাকায় সরকারী বঞ্চনার শিকার বিদ‌্যুত শ্রমিকরা।পাশাপাশি ওভারটাইম কাজের কোনো অর্থও মেলেনা তাদের। এ সমস্ত বঞ্চনার প্রতিবাদে আন্দোলন গড়ে তুলে দাবী ছিনিয়ে নেওয়ার নির্দেশিকা উঠে আসে রাজ‌্য সভাপতি সোমনাথ ভট্টাচার্যের বক্তব‌্যে।

নিজস্ব চিত্র

সংগঠনের রাজ‌্য সম্পাদিকা বেলা পাত্র বিভিন্নস্তরের অস্থায়ী কর্মীকে অহেতুক বদলী বা কর্মচ‌্যুত করার মধ‌্য দিয়ে সরকারের নিয়োগ বন্ধ এবং এই নীতির মাধ‌্যমে শ্রমিকদের উপর সরকারী বঞ্চনার দিক তুলে ধরেন। সভা শেষে রিজিওন‌্যাল ও এরিয়া ম‌্যানেজারের কাছে উপরিউক্ত দাবীর ভিত্তিতে ডেপুটেশন জমা দেন সংগঠনের নেতা কর্মীরা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here