নিজস্ব সংবাদদাতা, বাঁকুড়াঃ
একে লক ডাউনে দিশেহারা মানুষ, তার মাঝেই হাজির ২২টি হাতির একটি দল। জানা যায়, বাঁকুড়ার সবজি উৎপাদক অঞ্চলগুলির মধ্যে অন্যতম হল বিষ্ণুপুর ও জয়পুর।
এই ব্লকগুলির ধবাপুকুর, কুড়িগ্রাম সহ বিভিন্ন এলাকায় এখন মাঠ জুড়ে রয়েছে করলা, বিনস, ঝিঙে, ঢ্যাঁড়স সহ বিভিন্ন ধরনের গ্রীষ্মকালিন সবজি।আর এই লক ডাউনের জেরে যথেষ্ট পরিমানে পরিবহন ব্যবস্থা না থাকায়, এমনিতেই এবার মার খেতে হচ্ছে সবজি চাষিদের।
ফলে বহু ফসল বাজারজাত করতে না পারায়, মাঠেই পড়ে নষ্ট হচ্ছে। এরই মাঝে গোদের উপর বিষ ফোঁড়ার মতো হাজির হয়েছে ২২ টি দাঁতালের একটি দল।লক ডাউনের জেরে মানুষ গৃহবন্দি। সেই সুযোগেই বাসুদেবপুরের জঙ্গল লাগোয়া এলাকাগুলিতে দাপিয়ে বেড়াচ্ছে হাতির দলটি।
আরও পড়ুনঃ অর্থমন্ত্রীর ঘোষণার পর থেকেই সরকারি ব্যাংকগুলির সামনে ব্যাপক ভিড় গ্রাহকদের
ইতিমধ্যেই স্থানীয় নতুনগ্রাম, বাকাদহ, বিষ্ণুপুর ও বাসুদেবপুর এলাকায় ফসলের ব্যাপক ক্ষতি করেছে হাতির দলটি বলে স্থানীয় সূত্রে খবর। অবিলম্বে দাঁতালের এই দলটিকে এলাকা থেকে তাড়াতে না পারলে প্রতিদিন লাফিয়ে বাড়বে ফসলের ক্ষতি, এমনই আশঙ্কা কৃষকদের।
তবে বন দফতর অবশ্য দাবি করেছে, ইতিমধ্যেই হাতিগুলিকে ফের পশ্চিম মেদিনীপুরের সীমানা অবধি ফিরিয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি হাতির দলের গতিবিধির উপরেও কড়া নজর রাখা হচ্ছে ।এদিন এই দাঁতালের তাণ্ডবে যথেষ্ট আতংক ছড়িয়েছে বাঁকুড়ার বিষ্ণুপুর ও জয়পুর এলাকায়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584