নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ
ফের হাতির হানা ফালাকাটা ব্লকে। লাগাতার বুনো হাতির হানায় আতঙ্কিত এলাকাবাসী। ফালাকাটা ব্লকের দেওগাঁও গ্রাম পঞ্চায়েতের পূর্ব ঝার বেলতুলি এলাকার গতকাল গভীর রাতে হানা দেয় হাতির দল। প্রায় প্রতি রাতে জঙ্গল থেকে বুনো হাতির দল এলাকায় ঢুকে তাণ্ডব চালায় বলে অভিযোগ এলাকাবাসীর।
বুনো হাতির হানা থেকে কিছুই রেহাই পাচ্ছেনা। বৃহস্পতিবার রাতে ছয়টি বুনো হাতির এলাকায় ঢুকে শুরু করে তাণ্ডবলীলা। হাতি হানা দিয়ে সংশ্লিষ্ট এলাকার রামচন্দ্র বর্মনের একটি বাড়ি ভেঙে তছনছ করে দেয়। আতঙ্কে বীনিদ্র রজনী যাপন করতে হচ্ছে বাসিন্দাদের।
ক্ষতিগ্রস্ত রাম চন্দ্র বর্মন জানান, ” গতকাল রাতে ছয়টি বিশাল হাতি সংশ্লিষ্ট এলাকায় ঢুকে তাণ্ডপ চলায়। আমার ঘর ভেঙে তছনছ করে দেয় হাতির দল । সাবাড় করে দেয় সঞ্চিত ধান।”
আরও পড়ুনঃ খড়ুর দাদাগিরি, খাবারের খোঁজে উল্টে দিল গাড়ি
বন দফতর সূত্রে খবর, “ক্ষতিগ্রস্তরা আবেদন করলে সরকারি নিয়ম মেনে ক্ষতি পূরণ দেওয়া হবে।” ঘন্টা খানেক তান্ডব চালিয়ে অন্ধকারে মিলিয়ে যায় তারা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584