নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ
ভরা সন্ধ্যায় হাতির তান্ডব মাদারিহাটে। রেলস্টেশনের প্ল্যাটফর্মেও পৌঁছে যায় ওই দাঁতাল হাতি। আতঙ্কে স্টেশন ছেড়ে দৌড়ে পালাতে বাধ্য হন অপেক্ষমান যাত্রীরা। বুধবার সন্ধ্যা নামার সাথে সাথে মাদারিহাটের জনপদে বেরিয়ে আসে এক প্রকান্ড দাঁতাল হাতি।
জলদাপাড়া জাতীয় উদ্যান থেকে ওই দাঁতাল হাতি প্রথমে বুধবার সন্ধ্যায় মাদারিহাট চৌপথি এলাকায় ঢুকে তাণ্ডব চালাতে শুরু করে। হাতিটি সড়কের ধারের ইলেকট্রিক পোল পর্যন্ত ভেঙ্গে দেয় এবং একটি দোকানে ভাঙচুর চালায়। পরে সে চলে যায় মাদারিহাট রেলস্টেশনে।সেখানে কিছুক্ষণ তান্ডব চালিয়ে শেষে হাতিটি দক্ষিণ খয়েরবাড়ির দিকে চলে যায়।
নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584