নিজস্ব সংবাদদাতা,ঝাড়গ্রামঃ
হাতির হানায় মৃত্যু হল বয়স ৬০ এর বঙ্গেশ্বর মাহাতোর l ঘটনাটি ঘটেছে ঝাড়গ্রাম জেলার লালগড়ের আমলিয়া গ্রামে lসোমবার সকাল বেলায় আমলিয়ার জঙ্গলে আম কুড়াতে গেছিল বঙ্গেশ্বর l ঐ জঙ্গলে দলমা থেকে হাতির দল প্রতিবার আসে l গতকাল রাতের বেলায় জঙ্গলে আস্হানা গেড়েছে তিনটি দাঁতাল lসেই কথা জানত না এলাকাবাসী l
সকাল হতেই নিত্যদিনের মত জঙ্গলে পাতা ও আম কুড়াতে লোকজন যেতে থাকে lআচমকাই বঙ্গেশ্বর দাঁতালের সামনে পড়ে যায় lদাঁতাল তুলে আছাড় মারে lঘটনা স্হলে মারা যায় বঙ্গেশ্বর lএলাকাবাসী খবর দেয় বনদপ্তরকে lঘটনাস্হলে পৌঁছায় লালগড় থানা lমৃতদেহ উদ্ধার করে ঝাড়গ্রাম জেলা হাসপাতালে পাঠায় ময়নাতদন্তের জন্য l
নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584