নিজস্ব সংবাদদাতা আলিপুরদুয়ারঃ
হাতির হানায় অতিষ্ঠ আলিপুরদুয়ার জেলার মাদারিহাট বীরপাড়া ব্লকের বাসিন্দারা। বিশেষ করে চা বাগান এলাকাগুলি। আবারও হানা দিল সংশ্লিষ্ট ব্লকের দীর্ঘ দিন বন্ধ ঢেকলা পাড়া চা বাগানে।
জানা যায়, বুধবার গভীর রাতে একটি মাকনা হাতি ঢেকলা পাড়া চা বাগানের নিচ লাইনে ঢুকে রাম প্রসাদ সুরি,শঙ্কর সুরি এবং সুন্দর ছেত্রীর পৃথক তিনটি ঘর ভেঙ্গে তছনছ করে ভোরের দিকে আবার জঙ্গলে ফিরে যায়।
আরও পড়ুনঃ মুখ্যমন্ত্রীর নির্দেশে খাস মহলবাসীদের হাতে খসড়া ও পড়চা তুলে দিল ভূমি সংস্কার দপ্তর
স্থানীয় পঞ্চায়েত সদস্যা রেখা নায়েক(তাঁতি)বলেন, “গত এক সপ্তাহে ক্রমাগত হাতির হানায় প্রায় ১৫ টি ঘর ভেঙেছে। হাতির অত্যাচারে নাজেহাল এলাকার সাধারন মানুষ। বাগানটি দীর্ঘ দিন ধরে বন্ধ। সারাদিন মজুরী খেটে রাতে হাতির অত্যাচারে কেউ ঘুমাতে পারে না”।
এই পরিস্থিতির একটা স্থায়ী সমাধানের দাবী জানান তিনি। এই বিষয়ে ওয়াইড লাইফ ওয়ার্ডেন সীমা চৌধুরী বলেন,”হাতির অত্যাচার বেড়েছে বলে শুনেছি।বাগানটি দীর্ঘ দিন বন্ধ ক্ষতিগ্রস্থরা আবেদন করলে সরকারি নিয়ম মেনে সাহায্যের ব্যবস্থা করা হবে।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584