নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
হাতির তাণ্ডব থেকে কোনও ভাবেই স্বস্তি মিলছে না জঙ্গলমহলবাসীর। ফের হাতির পাল দাপিয়ে বেড়ালো পশ্চিম মেদিনীপুরের শালবনি সংলগ্ন এলাকায়।
রাতভর গ্রামে দাপিয়ে বেড়ানোর পর ভোর হতেই হাতিগুলি ফিরে যায় জঙ্গলে। বন দফতর সূত্রে জানা গিয়েছে, লালগড় রেঞ্জের ঝিটকা বিটের মহিষডোবা থেকে দিন কয়েক আগেই শালবনির জঙ্গলে ঢুকে পড়েছে ৫০ থেকে ৫৫ টি হাতির একটি পাল।
আরও পড়ুনঃ গুড়গুড়িপালে হাতির হানায় আহত ১
হাতির পালটি ক্রমাগত দাপিয়ে বেড়াচ্ছে গোটা এলাকায়। জঙ্গল ছেড়ে খাবারের খোঁজে মাঝে মধ্যেই ঢুকে পড়ছে গ্রামে। এরপর গ্রামবাসীদের তাড়া খেয়ে ফের ফিরেছে জঙ্গলে। হাতির তাণ্ডবে ঘুম উড়েছে গ্রামবাসীদের। একই ভাবে মেদিনীপুর সদর ব্লকের এনায়েতপুর, কঙ্কাবতী-সহ একাধিক জায়গাতেও হাতির তাণ্ডবে অতিষ্ঠ গ্রামবাসীরা।
জানা গেছে প্রতিবছরই অক্টোবরের শেষ থেকে জানুয়ারি মাসের মাঝামাঝি পর্যন্ত হাতির দাপট থাকে পশ্চিম মেদিনীপুর লাগোয়া জঙ্গলমহলের একটা বড় অংশে। হাতির দাপটে গ্রামে প্রভূত ক্ষতি হওয়ায় বন দফতরের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে গ্রামবাসীরা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584