নিজস্ব সংবাদদাতা,আলিপুরদুয়ারঃ
আবারও হাতির হানা ফালাকাটা ব্লকে। ফালাকাটা ব্লকের তাসাটি চা বাগানের বুদ্ধিমান লাইন ও জিরকু লাইনে আনুমানিক রাত প্রায় ২ টো নাগাদ এলাকায় ঢুকে হাতি তান্ডবলীলা শুরু করে । স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার মাঝ রাত আনুমানিক ২ টার সময় দলগাঁও জঙ্গল থেকে ৩ টি বিশাল বুনো হাতি তাসাটি চা বাগানের বুদ্ধিমান লাইন ও জিরকু লাইনে ঢুকে পরে, তার পর শুরু হয়ে যায় তান্ডব লীলা ।

হাতি হানা দিয়ে তছনছ করে দেয় বুদ্ধিমান লাইনের ফাগুরাম উরাও এর দোকানের জিনিসপত্রের , সাথে সাথে শচীন উরাও ও ধর্মু উরাও এর ঘরের বেড়া ভেঙে তছনছ করে দেয় হাতির দল।অপরদিকে জিরকু লাইনের বালি চিক বড়াইক এর দোকানের বেড়া ভেঙে দেয় ও হরদেও লোহারের দোকান ভেঙে তছনছ করে ৷

পাশাপাশি দোকানে থাকা বিস্কুট ও গম খেয়ে নেয়। এছাড়াও রাতমুনি বড়াইকের শোবার ঘরের বেড়া ভেঙে দেয় ,চাল গম আটা খেয়ে নেয়। এদিন ক্ষতিগ্রস্ত রাতমুনি বড়াইক জানান, “আমাদের একটি থাকার ঘর।

পরিবারের ৮ জন সদস্য ওই ঘরে থাকি । রাতে হাতি এসেছিল। বেড়া ভেঙে দেওয়ার সময় ওই ঘরেই ছিলাম অল্পের জন্য প্রাণে বেচেঁ যাই । তিনি আরও জানান যে প্রায় রাতে হাতি আসে এলাকায়।
আরও পড়ুনঃ পাঁশকুড়ায় আজও লকডাউন
ফলে আতঙ্কের মধ্যে রোজ থাকতে হয়।” প্রায় ঘন্টা খানেক তান্ডব চালিয়ে অন্ধকারে মিলিয়ে যায় তারা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584