ফালাকাটায় ফের হাতির তান্ডব,তছনছ বাড়িঘর – দোকানপাট

0
73

নিজস্ব সংবাদদাতা,আলিপুরদুয়ারঃ

আবারও হাতির হানা ফালাকাটা ব্লকে। ফালাকাটা ব্লকের তাসাটি চা বাগানের বুদ্ধিমান লাইন ও জিরকু লাইনে আনুমানিক রাত প্রায় ২ টো নাগাদ এলাকায় ঢুকে হাতি তান্ডবলীলা শুরু করে । স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার মাঝ রাত আনুমানিক ২ টার সময় দলগাঁও জঙ্গল থেকে ৩ টি বিশাল বুনো হাতি তাসাটি চা বাগানের বুদ্ধিমান লাইন ও জিরকু লাইনে ঢুকে পরে, তার পর শুরু হয়ে যায় তান্ডব লীলা ।

damage house | newsfront.co
ভাঙচুর ৷ নিজস্ব চিত্র

হাতি হানা দিয়ে তছনছ করে দেয় বুদ্ধিমান লাইনের ফাগুরাম উরাও এর দোকানের জিনিসপত্রের , সাথে সাথে শচীন উরাও ও ধর্মু উরাও এর ঘরের বেড়া ভেঙে তছনছ করে দেয় হাতির দল।অপরদিকে জিরকু লাইনের বালি চিক বড়াইক এর দোকানের বেড়া ভেঙে দেয় ও হরদেও লোহারের দোকান ভেঙে তছনছ করে ৷

chocklet | newsfront.co
তছনছ দোকানপাট ৷ নিজস্ব চিত্র

পাশাপাশি দোকানে থাকা বিস্কুট ও গম খেয়ে নেয়। এছাড়াও রাতমুনি বড়াইকের শোবার ঘরের বেড়া ভেঙে দেয় ,চাল গম আটা খেয়ে নেয়। এদিন ক্ষতিগ্রস্ত রাতমুনি বড়াইক জানান, “আমাদের একটি থাকার ঘর।

woman | newsfront.co
রাতমুনি বড়াইক, ক্ষতিগ্রস্ত ৷ নিজস্ব চিত্র

পরিবারের ৮ জন সদস্য ওই ঘরে থাকি । রাতে হাতি এসেছিল। বেড়া ভেঙে দেওয়ার সময় ওই ঘরেই ছিলাম অল্পের জন্য প্রাণে বেচেঁ যাই । তিনি আরও জানান যে প্রায় রাতে হাতি আসে এলাকায়।

আরও পড়ুনঃ পাঁশকুড়ায় আজও লকডাউন

ফলে আতঙ্কের মধ্যে রোজ থাকতে হয়।” প্রায় ঘন্টা খানেক তান্ডব চালিয়ে অন্ধকারে মিলিয়ে যায় তারা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here