চুপিসারে করোনা যোদ্ধাদের জীবনবিমা বন্ধ করলো কেন্দ্রীয় সরকার

0
73

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

গত বছর প্রথম করোনা অতিমারীর সম্মুখীন হওয়ার পর, হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ‘করোনা যোদ্ধা’ আখ্যা দেয় কেন্দ্রীয় সরকার। নিজেদের জীবন বাজি রেখে অতিমারীর সময়ে করোনা আক্রান্তদের চিকিৎসা দিয়েছেন তাঁরা নিজেরাও আক্রান্ত হয়েছেন। এমনকি প্রাণ হারিয়েছেন অনেকেই।

covid fighters | newsfront.co
প্রতীকী চিত্র

সেই দেশের সম্পদ ‘করোনা যোদ্ধা’ আখ্যা দিয়ে ডাক্তার-নার্সদের উপর হেলিকপ্টার থেকে পুষ্প বৃষ্টি করে তাঁদের সম্মান জানায় কেন্দ্রীয় সরকার। হাসপাতালে চিকিৎসা করতে গিয়ে যদি কোনো ডাক্তার , নার্স বা স্বাস্থ্যকর্মীর মৃত্যু হয়, তাঁদের জন্য ৫০ লক্ষ টাকার জীবনবিমা প্রকল্পের ব্যবস্থা করে কেন্দ্র। কিন্তু ঢাকঢোল পিটিয়ে ঘোষণা করা সেই স্কীম হঠাৎই চুপিসারে বন্ধ করে দিল কেন্দ্র।

আরও পড়ুনঃ ‘করোনায় জনসভা বিপদজনক’, পশ্চিমবঙ্গের সমস্ত সভা বাতিল রাহুলের

এই প্রকল্পের জন্য বরাদ্দ করা হয়েছিল ১.৭ লক্ষ কোটি টাকা। কিন্তু এক বছরের মাথায় করোনার দ্বিতীয় ঢেউ-এ বিপর্যস্ত দেশ, আর তা সামলাতে আবার হিমশিম খাচ্ছেন করোনা যোদ্ধারা আর ঠিক তখনই এই প্রকল্প বন্ধ করার সিদ্ধান্ত মোদি সরকারের।সরকারি পরিসংখ্যাননুযায়ী,এখন পর্যন্ত কেন্দ্রের এই প্রকল্পের আওতায় মাত্র ২৮৭ জন করোনা যোদ্ধা ৫০ লক্ষ টাকা বিমার সুবিধা পেয়েছেন।

শুধুমাত্র ডাক্তার-নার্স বা স্বাস্থ্যকর্মী নন, সাফাই কর্মী ও আশা কর্মীদের জন্য ও এই জীবনবিমার সুবিধার কথা ঘোষণা করা হয়েছিল।জানা গিয়েছে এই বছরের ২৪ মার্চ এই প্রকল্প বন্ধ করে দেওয়ার কথা জানিয়ে কেন্দ্রীয় স্বাস্থ্যসচিব রাজেশ ভূষণ রাজ্যগুলিকে চিঠি দিয়েছেন, সেখানে বলা হয়েছে করোনা যোদ্ধাদের জন্য ঘোষিত জীবনবিমা প্রকল্পের মেয়াদ আর বাড়ানো হবে না।

আরও পড়ুনঃ মোদীকে সরাসরি চিঠি লিখে করোনা প্রতিরোধে সুচিন্তিত পরামর্শ প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের

২৪ মার্চের আগে পর্যন্ত যাঁরা আবেদন করেছেন তাঁরাই এই প্রকল্পের সুবিধা পাবেন। উল্লেখ্য, প্রকল্পের এক বছর ও সম্পূর্ণ হয়নি এখনও।ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের পরিসংখ্যান অনুযায়ী, করোনার প্রাদুর্ভাবে প্রাণ হারিয়েছেন দেশের প্রায় ৭৩৯ জন এমবিবিএস ডিগ্রিধারী ডাক্তার।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here