লকডাউনে ঝাড়গ্রাম শহরে দাপালো গজরাজ

0
110

নিজস্ব সংবাদদাতা, ঝাড়গ্রামঃ

লকডাউনে ঝাড়গ্রাম শহরে দাপিয়ে বেড়াল গজরাজ। পুলিশ ও বন দফতরের কর্মীদের চেষ্টায় হাতিটিকে অবশ্য জঙ্গলের দিকে তাড়িয়ে দেওয়া সম্ভব হয়েছে।

elephant attack | newsfront.co
নিজস্ব চিত্র

তবে হাতিটি ফের শহরে ঢুকে পড়তে পারে এমন আশঙ্কায় ত্রস্ত হয়েছেন শহরবাসী। বন দফতর ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ শুকনিবাসার দিক থেকে কিছু লোকজন হাতিটিকে তাড়িয়ে কন্যাডোবা হয়ে শহরে ঢুকিয়ে দেন।

আরও পড়ুনঃ ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিচার প্রক্রিয়া শুরু তমলুক জেলা আদালতে

মেহেরাবাঁধ শ্মশান এলাকায় হাতিটিকে দেখতে পেয়ে আতঙ্কিত হয়ে পড়েন এলাকাবাসী। লোকজনের তাড়া খেয়ে হাতিটি বামদা, নতুনডিহি এলাকা হয়ে লোকালবোর্ডের কাছে চলে আসে। তারপরে তাড়া খেয়ে হাতিটি রেলওয়ে সব্জি মার্কেটের রাস্তা দিয়ে স্টেশন এলাকা হয়ে ঘোড়াধরার দিকে চলে যায়।

খবর পেয়েই ঐরাবত গাড়ি নিয়ে বনকর্মীরা হুটার বাজিয়ে হাতিটিকে তাড়িয়ে নিয়ে যান। পুলিশ গাড়িও হাতিটির পিছু নেয়।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here