খড়ুর দাদাগিরি, খাবারের খোঁজে উল্টে দিল গাড়ি

0
125

নিজস্ব সংবাদদাতা, ঝাড়গ্রামঃ

কখনও হুড়মুড়িয়ে বাগানে ঢুকে পড়ছে। আবার কখনও জমির ফসল নষ্ট করে চলেছে। কখনও আবার রাস্তা আটকে ধীরগতিতে হেঁটে চলছে। ঝাড়গ্রাম শহরের সঙ্গে যোগাযোগ রক্ষাকারী ব্যস্ত রাজ্য সড়কের ওপর দিয়ে।

elephant attack on a track in search of food
নিজস্ব চিত্র

সাম্প্রতিক কালে ঝাড়গ্রামে নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে এই ছবি। তাই পথচলতি মানুষ, নিত্যযাত্রী, গাড়ির চালক, সকলেই হাতির আনাগোনায় অভ্যস্ত হয়ে পড়েছেন। ঝাড়গ্রামের শালবনি, জিতুশোল এলাকায় রাজ্য সড়কের আশেপাশে দলমার এক বা একাধিক হাতিকে দেখলে চুপ করে নির্দিষ্ট দূরত্বে সরে যান সকলে। বিষয়টা এমন হয়েছে যেন ঘরের ছেলে দুষ্টুমি করে এখুনি চলে যাবে।

elephant attack on a track in search of food
নিজস্ব চিত্র

শুক্রবার সকালে ঝাড়গ্রাম – লোধাশুলি ৫ নং রাজ্য সড়কের গড় শালবনি এলাকায় একটি ওষুধের গাড়ি উল্টে দিলো জঙ্গল থেকে বেরিয়ে আসা এক হাতি।

আরও পড়ুনঃ ভোর রাতে স্কুলে হাতির হানা

elephant attack on a track in search of food
গাড়ি থামিয়ে খাবারের খোঁজ।নিজস্ব চিত্র

খাবারের খোঁজে বাস লরি ও অন্যান্য যানবাহন থামিয়ে খাবার খোঁজ করে হাতিটি। রাজ্য সড়কে প্রায়ই উঠে পড়ে উপদ্রব চালায় এই রেসিডেন্ট হাতিটি। দীর্ঘদিন ধরে এলাকার জঙ্গলে থাকা এই হাতিটি অল্প খুঁড়িয়ে চলে। তাই স্থানীয় গ্রামবাসীরা হাতিটির নাম দিয়েছেন ‘খড়ু’।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here