নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
লকডাউনের মাঝেই পশ্চিম মেদিনীপুরে হাতির আতংক অব্যাহত৷ গভীর রাতে ঝাড়গ্রামের মাণিকপাড়ার জঙ্গল থেকে তিরিশটির দলমা হাতি পাল মেদিনীপুর সদর ব্লকের মণিদহ এলাকায় প্রবেশ করে। খবর জানাজানি হতেই গ্রামবাসীদের মধ্যে আতংক ছড়ায়।
রাতেই নিজেরা যদিও রাত্রি গ্রামবাসীদের উদ্যোগে হাতির দলকে গ্রাম থেকে সরানো সম্ভব হয়েছে বলে জানা যায়। তবে এদিন সকালে গ্রামবাসীরা মাঠে গিয়ে দেখতে পান প্রায় পঞ্চাশ বিঘের বেশি ফসলের ক্ষতি করেছে ওই হাতির দল।
এই জঙ্গল মহলের জেলা গুলির মধ্যে পশ্চিম মেদিনীপুর জেলায় কয়েকদিন ধরে খুব একটা হাতির উৎপাত দেখা যাচ্ছিল না ৷ ফলে লকডাউনের পরিস্থিতিতে জীবন জীবিকা নিয়েই মানুষ ব্যাস্ত ছিলেন ৷
আরও পড়ুনঃ হারিয়েছে আধার কার্ড, ৮০ পেরানো বৃদ্ধের জীবন এখন আঁধারে
সেই অর্থে হাতির তাণ্ডবের দিক থেকে যথেষ্ট স্বস্তি ছিল এলাকা৷ কিন্তু এর মাঝে বৃহস্পতিবার রাতে সেই স্বস্তি একেবারে আতংকে পরিণত করেছিল বাসিন্দাদের৷ পাশাপাশি বনদফতর সূত্রে জানা গিয়েছে,পাশের ঝাড়গ্রাম জেলার মাণিকপাড়ার জঙ্গল থেকে দলমার প্রায় তিরিশটি হাতি প্রবেশ করে মেদিনীপুর সদর ব্লকের মণিদহ এলাকাতে ৷
ধানের জমিতে নেমে পরপর ক্ষতি করতে শুরু করে তারা৷ তার মধ্যেই কতকগুলি হাতি প্রবেশ করে করে এনায়েতপুর ও মণিদহ গ্রামের পাশে জমিতে। হাতির উপস্থিতি বুঝতে পেরে আতংকিত হয়ে পড়েন গ্রামবাসীরা ৷ তাই নিজেরেই বনদফতরের ভরোসা না করে নেমে পড়েন হাতি তাড়াতে ৷
অনেক রাত পর্যন্ত হাতি তাড়িয়ে গ্রাম থেকে দূরে সরাতে সক্ষম হন তারা, তবে আতংক থেকে যায়। এমনকি এ বিষয়ে স্থানীয় বাসিন্দা কানু দিন্দা জানান,’রাতে গ্রাম সংলগ্ন এলাকা থেকে হাতির পাল সরে গেলেও জমির ব্যাপক ক্ষতি করেছে। পাশাপাশি ক্ষেতে থাকা ধান খেয়ে ও পায়ে করে নষ্ট করেছে’৷
জানা গেছে, পরে গ্রামবাসীদের তাড়া খেয়ে শুকনাখলির জঙ্গলে ঢুকে পড়ে হাতিরদল। তবে এই নিয়ে কোনও মন্তব্য করেনি বনকর্তারা ৷ ফলে রাতে পুনরায় হাতির পাল গ্রামে বা চাষের জমিতে প্রবেশ করতে পারে বলেই আশংকা চাষীদের।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584