নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ
দলমার দামালদের তান্ডব অব্যাহত জঙ্গলমহল জুড়ে। গুড়গুড়িপাল থেকে পশ্চিম মেদিনীপুরের শালবনী,গড়বেতা থেকে লালগড় সর্বত্রই হাতির আতঙ্ক তাড়া করে বেড়াচ্ছে মানুষদের। হাতির আক্রমনে প্রাণ গেল এক নিরীহ গ্রামবাসীর।ঘটনাটি ঘটেছে লালগড়ের কদমাশোল গ্রামে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে এদিন সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ গ্রামে হঠাৎ করেই কুড়িটি হাতির একটি দল প্রবেশ করে।সেই সময় গ্রামের বাসিন্দা হরিশ মাহাত (৪৫) তার নিজের মোটর বাইকটি বাড়িতে তোলার সময় তার কাছে হাতি চলে আসে এবং কিছু বুঝে উঠার আগেই তাকে শুঁড়ে প্যাঁচিয়ে মাটিতে আছাড় মারে। ঘটনাস্থলেই ওই ব্যাক্তির মৃত্যু হয়।খবর পেয়ে বনদফতরের আধিকারিক ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।
আরও পড়ুন: বিধায়ক থেকে পদত্যাগ করে জিতে দেখানোর চ্যালেঞ্জ দলত্যাগীর বিরুদ্ধে
নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584