জয়জীবন গোস্বামী, বাঁকুড়াঃ
হাতির তাণ্ডবে ভাঙল সোনামুখীর সৎসঙ্গ মন্দিরের পাঁচিল। পাশাপাশি মন্দিরের কলাবাগানেও হানা দেয় হাতির দলটি। ক্ষতি করেছে সবজিক্ষেতেরো। সেইসঙ্গে সোনামুখী কৃষিবিজ্ঞান কেন্দ্রের গোডাউনে হানা দেয় হাতির দলটি। গোডাউনের শাটার ভেঙে বীজ ধান এবং গম খেয়ে নেয়। ধান, গম চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রেখে জানালার কাঁচ ভেঙে চলে যায়।
কৃষিবিজ্ঞান কেন্দ্রের এক আধিকারিক ডঃ সুভাষ হাসদা বলেন, ‘আমাদের প্রায় ৩৫ হাজার টাকা ক্ষতি হয়েছে। তবে কয়েক বছর আগেও এ ধরনের ঘটনা ঘটেছে।’ মন্দিরের এক কর্মী মিলন মন্ডল বলেন , ‘রাতের অন্ধকারে দুটি হাতি আমাদের মন্দিরের প্রাচীর ভেঙে ভিতরে ঢুকে কলাবাগানের ক্ষতি করে। রীতিমতো আমরা আতঙ্কের মধ্যে রয়েছি।’
আরও পড়ুনঃ নবদ্বীপে নিখোঁজ মহিলার মৃতদেহ উদ্ধার
সোনামুখী বনাধিকারিক দয়াল চক্রবর্তী ঘটনার কথা স্বীকার করে নিয়ে বলেন, ‘আমরা সর্বদাই সচেষ্ট রয়েছি, যাতে লোকালয়ে হাতি প্রবেশ না করে। যাদের ক্ষয়ক্ষতি হয়েছে সরকারি নির্দেশ অনুসারে তাদের ক্ষতিপূরণ দিয়ে দেওয়া হবে।’
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584