নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
পশ্চিম মেদিনীপুর জেলার জঙ্গলমহল এলাকায় দলমা হাতির পাল ঢুকে যাওয়ায় এলাকায় আতঙ্ক, বনদফতর সূত্রে জানা গিয়েছে, বুধবার বাঁকুড়া জেলার জঙ্গল থেকে ২৫ টি হাতির একটি দল গড়বেতা,আমলাগোড়া হয়ে গোয়ালতোড় ব্লকের হুমগড় রেঞ্জের কাড়াশোল ও নয়াবসত রেঞ্জের বিরপাথরির জঙ্গলে ঘাঁটি গেড়েছে বলে জানা গেছে। ইতিমধ্যে হাতির দলের আগমণে জঙ্গল সংলগ্ন এলাকার বাসিন্দাদের সতর্ক করে দিয়েছে বনদফতরের পক্ষ থেকে।
আরও পড়ুনঃ সামাজিক দূরত্ব মেনে চলতে বাজারগুলিতে আবেদন প্রশাসনের
হাতিদের অভিমুখ লালগড়ের দিকে হওয়ায় তাদের সেদিকেই পাঠানোর উদ্যোগ নিচ্ছে বনদফতর আধিকারিকরা। তবে বর্তমানে খেতখামারে ফসল বা আনাজ তেমন না থাকায় হাতিদের ডেরা বদলে ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক কম বলে বনদফতরের কর্মীরা জানিয়েছেন। তবে নতুন করে আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকায়।
নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584