নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
প্রতিদিন একটি পূর্ন বয়স্ক হাতির প্রায় দেড়শো কেজি খাদ্য আর দেড়শো লিটার জল প্রয়োজন। জঙ্গল বা জমিতে সেই খাদ্য না পাওয়ায় হাতির নজর এখন ধান বা চালের গোডাউনে।
খাবারের খোঁজে হাতি ভেঙে চলেছে অঙ্গনওয়াড়ী, শিশু শিক্ষা কেন্দ্র ও জুনিয়র হাইস্কুলের চালের গোডাউন। হাতিও বুঝতে পেরেছে জমিতে এখন খাবার নেই।
তাই লক্ষ্য চালের গোডাউন। গৃহস্থের বাড়িতে হাতি হানা দিলেও খাবারের নাগাল পাওয়া সহজ হয়ে উঠছে না। কিন্তু অঙ্গনওয়াড়ী বা বিদ্যালয়ের মিড ডে মিলের চালের গোডাউনে সহজেই মিলছে চাল।
আরও পড়ুনঃ চাল খেতেই পরপর হাতির হামলা স্কুলে
বুধবার গভীররাতে পশ্চিম মেদিনীপুর জেলার শালবনীর বেঁউচ্যা এলাকায় স্থানীয় জুনিয়র বালিকা বিদ্যালয়ের চালের গোডাউনে হানা দিল একটি হাতি। বিদ্যালয়ের কাঠের দরজা ভেঙে খেল চাল। পরে গ্রামবাসীদের হস্তক্ষেপে হাতিটিকে তাড়ানো হয়েছে।
স্থানীয় বাসিন্দা তন্ময় রায় বলেন, গত এক মাস ধরে এই হাতিটি শালবনীর গোদাপিয়াশাল, চৈতা, গোবরু ও জিন্দালের আশেপাশে রয়েছে। এলাকায় যখন তখন বেরিয়ে পড়ায় আমরা আতঙ্কে থাকি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584