পুজোর আগে হাতির তান্ডবে মাথায় হাত চাষীদের

0
94

নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ

পূজোর আগে লালগড় রেঞ্জের বিভিন্ন এলাকায় দাপিয়ে বেড়াচ্ছে দলছুট দলমার একটি দামাল। তছনছ করছে ফসল। গত চার পাঁচদিন ধরে লালগড় এলাকার রাঙামেটিয়া, পডিহা, আমলিয়া, বীরকাড়, আজনাশুলি সহ বিভিন্ন এলাকায় তান্ডব চালাচ্ছে এই দলছুট দলমার দামালটি। আবার কখনো রাস্তায় উঠেও দাঁড়িয়ে থাকছে। আর সন্ধ্যা নামার পরই ধান জমির ফসল নষ্ট করছে।

নিজস্ব চিত্র

চাষীদের আশঙ্কা পূজোর পর থেকে ফসল তোলার কাজ শুরু হয়। আর এই সময় ধান গাছ গুলি নষ্ট করলে আর ফসল ঘরে তোলা যাবে না। স্থানীয় মানুষজনের অভিযোগ বনদফতরকে বারবার হাতি তাড়ানোর জন্য বললেও তারা কোনও কর্ণপাত করেননি। উল্লেখ্য গত একমাস আগে দলমার দল একই ভাবে এলাকায় ঢুকে কয়েকশো বিঘা জমির ফসল নষ্ট করেছিল বলে স্থানীয়দের অভিযোগ।স্থানীয় গ্রামবাসীদের আরো অভিযোগ বনদফতরের পক্ষ থেকে সময় মতো ক্ষতিপূরণের টাকা পাওয়া যাচ্ছে না।তাই ক্ষোভ বাড়ছে গ্রামবাসীদের মধ্যে। যদিও বনদফতরের বক্তব্য হাতির হানায় যা ক্ষয় ক্ষতি হবে তার ক্ষতিপূরণ পাবে গ্রামবাসীরা।ক্ষয়ক্ষতির হিসেব করে তা দেওয়া হবে গ্রামবাসীদের। ঝাড়গ্রাম সহ জঙ্গলমহলে সারা বছর খাদ্যের সংস্থান পাচ্ছে বলেই দলমা দল ফিরে যাচ্ছে না বলে অভিমত বনদফতরের।আগে পুজার আগে সেপ্টেম্বর–অক্টোবর মাসে দলমা হাতির দল আসত।দু আড়াই মাস থেকে ফিরে যেতে। কিন্তু গত কয়েক বছর ধরে দলমার দল থেকে যাচ্ছে। এবিষয়ে মেদিনীপুর বনবিভাগের ডিএফও রবীন্দ্রনাথ সাহা বলেন, দলছুট হাতিটি এখন রেসিডেন্সিয়াল হয়ে গিয়েছে। ঐ সব এলাকায় সারা বছর ধরে হাতি থাকেই।

আরও পড়ুনঃ মদ্যপ ছেলের হাতে খুন মা,আহত বাবা

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here