নিজস্ব সংবাদদাতা,ঝাড়গ্রামঃ
ফের দাঁতাল হাতির তাণ্ডব। এবার খাবারের সন্ধানে জঙ্গল থেকে বেরিয়ে রাইস মিলে ঢুকে সব লণ্ডভণ্ড করে দিল দাঁতাল হাতিটি। খেয়ে নিল বস্তা বস্তা ধান। ঘটনাটি ঘটেছে ঝাড়গ্রাম ব্লকের গড় শালবনি অঞ্চলের জিতুসোল এলাকায়। ঘটনার জেরে আতঙ্কিত গ্রামবাসীরা।
জঙ্গল থেকে বেরিয়ে হাতিটি চলে আসে ৫ নং রাজ্য সড়কে। এর ফলে যান চলাচল বন্ধ হয়ে যায় কিছু সময়ের জন্য। স্থানীয় গ্রামবাসীরা হাতিটিকে তাড়িয়ে জঙ্গলে পাঠানোর চেষ্টা করলেও লাভ হয়নি।
আরও পড়ুনঃ পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে পথে অধীর
হাতিটি গড়শালবনি অঞ্চলের জিতুসোলে থাকা কনক-দুর্গা রাইস মিলের গেট ভেঙে মিলের ভিতর ঢুকে পড়ে। প্রায় এক ঘণ্টা তাণ্ডব চালিয়ে প্রায় ১০ বস্তা ধান খেয়ে হাতিটি রাজ্য সড়ক দিয়েই আবার জঙ্গলের দিকে চলে যায়। ওই ঘটনার ফলে আতঙ্কে রয়েছেন ওই রাইস মিলের কর্মী ও আশেপাশের বাসিন্দারা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584