নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
শালবনি গড়বেতা চন্দ্রকোনা রোড গোয়ালতোড়, মেদিনীপুর সদর ব্লকের বিভিন্ন গ্রামে হাতির তাণ্ডব অব্যাহত রয়েছে। বেশ কয়েকদিন ধরে হাতি গুলি বিভিন্ন এলাকায় তাণ্ডব চালাচ্ছে। মাঠে গিয়ে পাকা ধান নষ্ট করে দিচ্ছে। যার ফলে ফসলের ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন এলাকার বাসিন্দারা।
পশ্চিম মেদিনীপুর জেলায় গড়বেতা তিন নম্বর ব্লকের বনদপ্তরের নয়াবসত রেঞ্জের অধীন বীরপাথরি, মহারাজপুর সহ বিভিন্ন গ্রামে প্রায় ২৫ থেকে ৩০ টি দাঁতাল হাতি দাপিয়ে বেড়াচ্ছে। ওই হাতি গুলি ছোট ছোট দলে ভাগ হয়ে বিভিন্ন গ্রামে ঢুকে তাণ্ডব চালাচ্ছে।
যার ফলে ওই এলাকার গ্রামবাসীরা হাতির হামলার আশঙ্কায় আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন। রবিবার দুপুরে আচমকা কয়েকটি হাতি বীরপাথরি গ্রামের ঢুকে পড়ে। গ্রামে ঢুকে হাতি গুলি ধান চাষের জমিতে গিয়ে ব্যাপক ক্ষতি করে। গ্রামবাসীরা বহু চেষ্টা করেও হাতিগুলিকে গ্রাম থেকে তাড়াতে পারে নি। যার ফলে হাতিগুলি ওই এলাকায় দাপিয়ে বেড়াচ্ছে ।
আরও পড়ুনঃ তমলুকে পঞ্চায়েত সমিতির সভাপতির বিরুদ্ধে থানায় অভিযোগ সহ-সভাপতির
গ্রামবাসীরা হাতি গুলিকে গ্রাম থেকে তাড়ানোর জন্য চেষ্টা করছে। গ্রামবাসীদের আশঙ্কা রাতে যদি গ্রামে হাতির দল ঢুকে পড়ে তাহলে ব্যাপক ক্ষতি করবে ঘরবাড়ির। তাই বিষয়টি গ্রামবাসীরা বনদফতরকে জানিয়েছেন। বন দফতরের পক্ষ থেকে ওই এলাকার গ্রামবাসীদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
জঙ্গলে যেতে নিষেধ করা হয়েছে। সেই সঙ্গে যাদের ফসল ও ঘরবাড়ির হাতি ক্ষতি করেছে তাদের ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে। তা সত্ত্বেও এলাকার বাসিন্দারা হাতির হামলার আশঙ্কায় আতঙ্কের মধ্যে রয়েছেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584