হাতির তাণ্ডবে ক্ষতির মুখে আলুচাষিরা

0
49

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ

elephant damage harvest in garhbeta | newsfront.co
জমিতে দাপিয়ে বেড়িয়েছে হাতির দল। নিজস্ব চিত্র

শুক্রবার সকালে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা ১ নম্বর ব্লকের হুমগড় রেঞ্জের পার্শ্ববর্তী এলাকায় হাতির দাপটে ফসলের ক্ষতি হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, এলাকায় দশটি হাতি প্রবেশ করেছে। চাষিদের সূত্রে জানা গেছে, কয়েকদিন বাদেই তোলা হতো এই আলু। তার আগেই হাতির তাণ্ডবে যা ক্ষতি হয়েছে, তাতে চিন্তায় মাথায় হাত পড়েছে এলাকার চাষিদের।

আরও পড়ুনঃ দাঁত দিয়ে নারকেল ছুলে বিখ্যাত বিশ্বজিৎ বর্মণ

প্রত্যেক বছর আলু চাষের সময় চাষিদের উন্মাদনা থাকে তুঙ্গে। এই সময় বিভিন্ন জায়গা থেকে দাদন নিয়ে চাষ করে এলাকার চাষিরা। চাষিদের স্বপ্নের চাষ আলুচাষ। এই আলুচাষ ক্ষতিগ্রস্ত হওয়ার ফলে অনেকটাই ভেঙে পড়েছে এলাকার চাষিরা। এলাকার চাষিদের বক্তব্য, যদি প্রশাসনের তরফ থেকে এইসব ক্ষতিগ্রস্ত হওয়া আলুর ক্ষতিপূরণ দেওয়া হয়, তাহলে অনেকটাই স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবে এলাকার চাষিরা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here