নিজস্ব সংবাদদাতা,আলিপুরদুয়ারঃ
বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গলে একটি প্রাপ্তবয়স্ক হাতি মৃত্যুর ঘটনা ঘটল। বক্সা ব্যাঘ্র প্রকল্পের পূর্ব বিভাগের নুরপুর এলাকায় মঙ্গলবার সকালে একটি হাতির মৃতদেহ পড়ে থাকতে দেখেন বনকর্মীরা। জানা গেছে, সকালে বনে টহলে গেলে হাতির মৃতদেহ নজরে পড়ে বনকর্মীদের।
মৃত হাতিটিকে উদ্ধার করে ময়না তদন্ত শুরু করা হয়েছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে সোমবার রাতে বজ্রপাতের ফলে এই হাতির মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট না আসা পর্যন্ত মৃত্যুর সঠিক কারণ নিশ্চিতভাবে জানাচ্ছে না বন দফতর।
আরও পড়ুনঃ ঠাকুরপুকুরে বিষ খেয়ে আত্মঘাতী একই পরিবারের ৩ সদস্য
এ বিষয়ে বক্সা ব্যাঘ্র প্রকল্পের ক্ষেত্র অধিকর্তা শুভঙ্কর সেনগুপ্ত বলেন, “ঘটনাস্থলে হাতির ময়না তদন্ত শুরু করা হয়েছে। ময়নাতদন্তের পরেই এই হাতি মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
তবে বজ্রপাতে হাতিটির মৃত্যু হতে পারে।” মৃত হাতির সমস্ত দেহাংশ অক্ষত রয়েছে বলে জানিয়েছে বন দফতর। দেহাংশ অক্ষত থাকার কারণে কোন চোরাশিকারি এই হাতিটিকে খুন করেনি বা এই মৃত্যুর পেছনে চোরাশিকারের কোনরকম ঘটনা জড়িত নেই বলেই মনে করছে বন দফতর।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584