প্রসাদের লোভে পুজোর আয়োজন ভেস্তে দিল হাতি

0
57

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ

Elephant destroyed preparation Of puja | newsfront.co
নিজস্ব চিত্র

বাড়িতে ছিল পুজোর আয়োজন,সব ঠিকঠাকই ছিল প্রায়।শেষের পথে হাঠাৎ বাড়িতে আচমকা হানা গজ রাজের।

মঙ্গলবার কুমারগ্রাম ব্লকের চুনিয়াঝোড়ার বাসিন্দা অনুপ মণ্ডলের বাড়িতে পুজোর আয়োজন করা হয়ছিল।রাত ১১ নাগাদ বক্সার জঙ্গলের একটি দাঁতাল হাতি তাঁর বাড়িতে হানা দেয় হঠাৎ ঘরের বেড়া ভেঙ্গে তাণ্ডব চালায় বাড়িতে আতঙ্কে ঘুম কেড়ে নেয় দাঁতালটি।পাশাপাশি বাড়ি থাকা সরকারী রেশনের আটা খেয়ে নেয় এক বস্তা।

রাতভর এলাকায় তাণ্ডব চালায় বুনো দাঁতালটি চুনিয়াঝোড়া সহ বড়ো লাইন নুরপুর বস্তিতে।এলাকার প্রায় ৫টি বাড়ি সহ একটি দোকান ঘর ভেঙে ফেলে অভিযোগ। প্রতিনিয়ত হাতির তাণ্ডব বেড়ে যাওয়ায় অতিষ্ঠ হয়ে উঠেছে এলাকার প্রায় কয়েক লক্ষ বাসিন্দারা।

swapan biswas | newsfront.co
স্বপন বিশ্বাস,ক্ষতিগ্রস্ত।নিজস্ব চিত্র

ক্ষতিগ্রস্তরা বলেন,প্রতিনিয়ত হাতির তাণ্ডব লেগেই রয়েছে এলাকায় বুধবার বিপদনাশিনি পুজো ছিল বাড়িতে হঠাৎ রাত ১১টা নাগাদ ঘরের বেড়া ভেঙ্গে খাবার খাওয়ার চেষ্টা করে একটি দাঁতাল।প্রসাদ খায় দাঁতালটি।তখন ঘরের ভিতরে পরিবারের সাবাই ছিল।পাশের ঘরে সরকারী রেশনের আটা ছিল সেখান থেকে এক বস্তা আটা নষ্ট করে দাঁতালটি রাতভর তাণ্ডব চালায় দাঁতাল।এভাবেই প্রতিনিয়ত আতঙ্কে রাত কাটাতে হয়।

আরও পড়ুনঃ হাতির হানায় ধ্বংস বাসগৃহ

এবিষয়ে বক্সা ব্যাঘ্র প্রকল্পের পুর্ব বনাঞ্চলের হাতিপোতা রেঞ্জ সূত্রে জানা গেছে, “ক্ষতিগ্রস্তরা আবেদনের ভিত্তিতে সরকারি নিয়মে ক্ষতিপূরণ পাবেন।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here