নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়িঃ
মঙ্গলবার শিলিগুড়ি মহকুমার খড়িবাড়ি ব্লকের দিলসারামের সতীষচন্দ্র চা বাগানে আটকে পড়ল ১৪ টি হাতি ও হস্তিসাবক। এই ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়াল গোটা এলাকায়। জানা গিয়েছে সোমবার রাতে ৪০টি হাতি ও হস্তিসাবক টুকরিয়াঝার জঙ্গল থেকে খাবারের উদ্দেশ্য বাতাসির লোকালয়ে ঢুকে। এরপর ৪০ টি হাতির মধ্যে ২৬টি জঙ্গলে চলে গেলেও ১৪টি হাতি ও হস্তিসাবক সতীষচন্দ্র চা বাগানের মধ্যে আটকে পড়ে।

এই দেখে স্থানীয়রা আতঙ্কিত হয়ে পড়েন এবং তড়িঘড়ি খবর দেন বনদফতরকে। এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন টুকরিয়াঝা বনবিভাগের কর্মীরা। এরপর বনকর্মীরা হাতি গুলিকে জঙ্গলে ফেরানোর চেষ্টা করেন। যদিও স্থানীয়দের অভিযোগ যে, হাতি এলাকায় ঢুকলে বনদফতরকে খবর দিলে তারা তারাতারি আসেন না। এমনকি তাদের বলা হয় যে একটু দেরি হবে আসতে। এর পাশাপাশি আরও জানান যে হাতি কোথাও ক্ষতি করলে তারা কোন ক্ষতি পূরণ পাননা। অপরদিকে টুকরিয়াঝার বনবিভাগের বিট অফিসার গোবিন ছেত্রী বলেন যে এদিন সকাল থেকে হাতিগুলি চা বাগানের মধ্যে আটকে রয়েছে। এখন সাধারণ মানুষের ভিড় রয়েছে। সেই কারনে এখন হাতিগুলিকে জঙ্গলে ফেরানো সম্ভব হচ্ছে না। কারন এখন যদি হাতিগুলিকে জঙ্গলে ফেরাতে চেষ্টা করি তাহলে ক্ষয়ক্ষতি হবার সম্ভাবনা রয়েছে। তাই এখন হাতি গুলিকে নজরে রাখছি। সন্ধ্যা বেলা হাতিগুলিকে টুকরিয়াঝার জঙ্গলে ঢুকিয়ে দেওয়া হবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584