নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ
ফের একই ঘটনার পুনরাবৃত্তি হলো বক্সার জঙ্গলে। উল্লেখ, গত ২৩ শে জুলাই বক্সার জঙ্গলে ডাউন ধুবরী শিলিগুড়ি প্যাসেঞ্জার ট্রেন থামিয়ে হাতিদের বাঁচিয়েছিলেন দুই ট্রেন চালক হরিদাস বিশ্বাস ও গৌতম কুমার।
রাজাভাতখাওয়া ও আলিপুরদুয়ার জংশন স্টেশনের মধ্যে রেললাইনের মধ্যে হাতির পাল দেখতে পেয়ে দূরেই দাঁড় করিয়ে দেয় ট্রেন চালকদ্বয়।
ফের একই ঘটনার পুনরাবৃত্তি ঘটে বৃহস্পতিবার।সেই একই জায়গায় রেললাইনের উপর হাতির পাল দেখতে পেয়ে ট্রেন থামিয়ে দেন চালকেরা।
বৃহস্পতিবার বিকেল ৬ টার দিকে এই ঘটনা ঘটে। রেল লাইনের উপর ১২-১৫ টির মতো হাতির পাল দেখতে পেয়ে শিলিগুড়িগামী প্যাসেঞ্জার ট্রেনের চালক ট্রেন থামিয়ে দেন।
আরও পড়ুনঃ হাতি পারাপারে থমকে গেল ট্রেন
এই খবর পেয়ে আলিপুরদুয়ার ডিভিশনের সিনিয়র কমার্শিয়াল ম্যানেজার অমর মোহন ঠাকুর বলেন,”ওই ট্রেনের চালক ও সহকারী চালকদের রেলের তরফ থেকে পুরষ্কৃত করা হবে।
এই এলাকা হাতির করিডোর হিসেবে চিহ্নিত করা হয়েছিল বহুদিন আগেই। রেল যে বন্যপ্রাণী নিয়ে অনেক সচেতন তা এই ঘটনায় প্রমান হয়ে গেলো।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584